উত্তরাঞ্চলে নানা আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
করতোয়া ডেস্ক : বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-
শেরপুর (বগুড়া) সংবাদদাতা : শেরপুর উপজেলা ও শহর ছাত্রদলের উদ্যেগে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার (১ জানুয়ারি) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ জিয়ার ছবিতে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে আয়োজনের সূচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমুখ। পরে সকাল ১০ টার দিকে এক বর্নাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্র নেতা রাফি আল আমিন, আতিক হাসান, মুন্নাফ, আল আমিন সরকার, দুর্জয়, সজিব, ফয়সাল, কুদরত ও পৌর ছাত্রদলের রাব্বি, হাসিব, পাপ্পু, মারুফ প্রমুখ।
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র্যালি পৌরশহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে শহীদ মীর মুগ্ধ স্কয়ারে ছাত্র সমাবেশ উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব, বিএনপি নেতা বুলবুল ইসলাম, আব্দুল করিম, মাহাবুব আলম মানিক, ছাত্রদল নেতা আল আমিন, সাদ্দাম হোসেন, যুবদল নেতা খালিদ হাসান আরমান, যোবায়ের হোসেন, সেচ্ছাসেবক দলনেতা মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি প্রমুখ।
আরও পড়ুনবাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি : পাঁচবিবিতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্য বিপ্লবী ডাঃ আব্দুল কাদের চৌধুরী পার্ক হতে জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডলের সার্বিক ব্যবস্থাপনায় একটি বিশাল শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পার্ক চত্তরে এক আলোচনা সভায় মিলিত হয়।
ছাত্রদল পাঁচবিবি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুরছালিন। এতে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল।
নুরুল্লাহ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, বালিঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল, সামছুল হুদা দুলাল, প্রভাষক সাইদুর রহমান, ইকবাল হোসেন, দেওয়ান মোহাম্মদ শাহাদৎ হোসেন প্রমুখ।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা ও পৌর ছাত্রদলের যৌথ আয়োজনে এদিন সকালে দলীয় কার্যালয়ে দলীয় জাতীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, যুবদল নেতা আশরাফুল আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদার, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম পাপ্পু, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদার, সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম বর্ষণের নেতৃত্বে র্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
মন্তব্য করুন