ভিডিও রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫

নাটোরে ভেঙে দেওয়া হলো পাঁচ ইটভাটা ১৮ লাখ টাকা জরিমানা 

নাটোরে ভেঙে দেওয়া হলো পাঁচ ইটভাটা ১৮ লাখ টাকা জরিমানা , ছবি: দৈনিক করতোয়া

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে ছাড়পত্র না থাকাসহ আইন লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনার অভিযোগে পাঁচটি অবৈধ ইটভাটার স্বত্বাধিকারীকে ১৮ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এসব অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার দুয়ারিয়া, ঈশ্বরদী ও লালপুর ইউনিয়নের যথাক্রমে জোকাদহ, আরামবাড়িয়া, পালিদাহা, রামকৃঞ্চপুর ও চাকলার চর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলাম এই অভিযানের নেতৃত্ব দেন। এসময় নাটোর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলামসহ সেনাবাহিনী ও পুলিশ সদসস্যরা উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত ইটভাটার স্বত্বাধিকারীরা হলেন-উপজেলার জোকাদহ গ্রামের এসবিআর ব্রিকসের মো. আবু সাঈদ, আরামবাড়িয়া এলাকার এসআরবি ব্রিকসের মুন সরদার, পালিদাহা এলাকার এএমডি ব্রিকসের সোহেল শেখ, রামকৃঞ্চপুর এলাকার ভিএমএল ব্রিকসের খাইরুল বাসার ভাদু ও চাকলার চর এলাকার মেসার্স সম্রাট ব্রিকসের রুবেল আলী। এদের মধ্যে এসবিআর ব্রিকসের তিন লাখ টাকা, এসআরবি ব্রিকসের পাঁচ লাখ, এএমডি ব্রিকসের পাঁচ লাখ, ভিএমএল ব্রিকসের তিন লাখ ও মেসার্স সম্রাট ব্রিকসের দুই লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

নাটোর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় পাঁচটি অনুমোদনহীন ভাটার ১৮ লাখ টাকা জরিমানা করাসহ ভেঙে দেওয়া হয়েছে। তারা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনা করছিলেন। তিনি বলেন, জেলায় মোট ১১৮টি ইটভাটা রয়েছে। এরমধ্যে ৩০টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। আর ৪০টির মতো ইটভাটার কোন ছাড়পত্র নেই। এছাড়া মোট ইটভাটার ৫০ ভাগের ছাড়পত্র থাকলেও তা নবায়ন হয়নি। তাদের মেয়াদ ২০১৬ সালের জুন মাস পর্যন্ত ছিল। এরপর আর তারা নবায়ন করেনি এবং বেশিরভাগ ইটভাটা মালিক পরিবেশ অধিদপ্তরের আইনসহ অন্যান্য আইন মানেন না। এজন্য অবৈধভাবে যারা ইটভাটা প্রস্তুত ও ইট উৎপাদন করে করে আসছেন, তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এদের বিরুদ্ধে অভিযান চলবে। জনস্বার্থে এবং পরিবেশ সুরক্ষায় নাটোর জেলার ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুলকে জাতীয় কবির মর্যাদা

রংপুরের গঙ্গাচড়ায় মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্নিকাণ্ড, কোনো ক্ষয়-ক্ষতি হয়নি

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বগুড়ার ধুনটে যমুনা পাড়ের মৎস্যজীবীদের দুর্বিষহ জীবনযাপন