বগুড়ার শিবগঞ্জে সড়কে গাছ কেটে ব্যারিকেড দিয়ে দুটি স্থানে ডাকাতি
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে গত বুধবার রাতে ২টি স্থানে সড়কে গাছ কেটে ব্যারিকেড দিয়ে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতির ঘটনায় সাংবাদিক ও একটি ওষুধ কোম্পানীর ২ কর্মীকে হাত পা বেঁধে ২টি মোটরসাইকেল ৬টি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাতদল।
জানা গেছে, উপজেলার মোকামতলা- জয়পুরহাট সড়কের গনেশপুর পুলিশ বক্স সংলগ্ন এলাকায় গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে ডাকাতদল রাস্তার পাশের ২টি গাছ কেটে ব্যারিকেড দিয়ে প্রথমে একমি ওষুধ কোম্পানীর প্রতিনিধি তফেজ উদ্দিন, সাইফুল ইসলাম ও সাংবাদিক শফিউল আলম ডিউকে রাস্তার পাশে জমিতে নিয়ে গিয়ে তাদের হাত ও পা বেঁধে ফেলে। এরপর তফেজ উদ্দিনের মোটরসাইকেল ও তার সঙ্গী সাইফুল ইসলামের মোবাইল ফোন এবং সাংবাদিক সাইফুল ইসলামের মোবাইল ফোন লুট করে নিযে যায় ডাকাত দল। এব্যাপারে তফেজ উদ্দিন ও সাইফুল ইসলাম বলেন, রাতে মোকামতলা থেকে শিবগঞ্জ ফেরার পথে ডাকাতরা গাছ কেটে রাস্তায় ব্যারিকেড দিয়ে আমাদের হাত পা বেঁধে মোটরসাইকেল ও মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় জয়পুরহাটগামী একটি নৈশ কোচও ডাকাতির কবলে পরে । এব্যাপারে সাংবাদিক ডিউ বলেন, আমি শিবগঞ্জ থেকে মোকামতলা যাওয়ার সময় ডাকাতরা উক্ত স্থানে আমার হাত পা বেঁধে মোবাইল ফোন ও নগদ দেড় হাজার টাকা নিয়ে যায়। ডাকাতরা মোটরসাইকেল নিলেও তা চালু করতে ব্যর্থ হওয়ায় ফেলে রেখে যায়।
অপরদিকে শিবগঞ্জ পিরব সড়কের লোহার ব্রিজ এলাকায় আটমূল ইউনিয়নের কুড়াহার গ্রামের রেজাউল ইসলামের ছেলে আব্দুল্লাহ রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে উক্ত স্থানে পৌঁছুলে রাস্তায় ব্যারিকেড দিয়ে তার মোটরসাইকেল নিয়ে যায়।
আরও পড়ুনএব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন, ৫ আগস্টের পর থেকে গনেশপুরের পুলিশ বক্সে রাতে পাহারার কোন ব্যবস্থা নেই। তাই এসব ঘটনা ঘটছে। তবে পাহারার ব্যবস্থা জোড়দার করা হবে।
মন্তব্য করুন