ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

নওগাঁর আত্রাইয়ে সরিষার বাম্পার ফলনের আশাবাদ কৃষকের

নওগাঁর আত্রাইয়ে সরিষার বাম্পার ফলনের আশাবাদ কৃষকের। ছবি : দৈনিক করতোয়া

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে এবারে সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষক। সরিষা ফুলে মাঠ এখন হলুদ রঙে সেজেছে। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যায় সরিষার বাম্পার ফলন হবে আশা করছেন এলাকার কৃষক।

জানা যায়, এবার উপজেলায় ৫ হাজার ৩৬০ হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে। এর মধ্যে শাহাগোলা, কালিকাপুর ও হাটকালুপাড়া ইউনিয়নে সর্বাধিক জমিতে সরিসার চাষ করা হয়েছে। মৌসুমের শুরু থেকেই অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার কারণে মাঠে মাঠে সরিষার গাছ দৃশ্যমান হয়ে উঠেছে। সেই সাথে সরিষা ফুলের হলুদ রঙ কৃষকের মনে আনন্দের ঢেউ তুলেছে।

এবারে সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকারী ভাবেও ব্যাপক প্রণোদনা দেয়া হয়েছে। এ ছাড়াও উপজেলা কৃষি অফিস থেকে তাদেরকে বিভিন্ন ভাবে সার্বক্ষণিক পরামর্শ দেয়া হয়েছে। সরিষা একটি লাভজনক আবাদ। কম পরিশ্রম, স্বল্প সময়ে উৎপাদন এবং বাজারে যথেষ্ট চাহিদা থাকায় এবারে কৃষকরা ঝুঁকে পড়েছে সরিষা চাষে। কৃষকদের কাছ থেকে জানা যায়, ভাল ফলন হলে সরিষা বিঘা প্রতি ৮ থেকে ১০ মণ পর্যন্ত ফলন হয়। বর্তমান বাজারে ৩ হাজার ৫০০ টাকা মণ সরিষা বিক্রি হচ্ছে।

সে অনুযায়ী একজন কৃষক বিঘা প্রতি ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা আয় করতে পারছেন। এদিকে সরিষা কর্তনের পর অধিকাংশ জমিতে বোরো চাষ করা হয়ে থাকে। তাই এটি কৃষকদের জন্য একটি বাড়তি আয় হয়ে থাকে।

আরও পড়ুন

উপজেলার বড়শিমলা গ্রামের আব্দুল জলিল, চকশিমলা গ্রামের বেলাল কবিরাজ বলেন, এবারে তাদের চাষকৃত সরিষাগুলো দৃশ্যমান হয়ে উঠেছে। আবহাওয়ার বিপর্যয় না হলে বাম্পার ফলনেরও আশাবাদি তারা। 
উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার বলেন, এবারে বিপুল সংখ্যক কৃষকে সরিষা বীজ ও সার প্রণোদনা দেয়া হয়েছে।

সেই সাথে বীজ নিয়ে যেন তারা প্রতারণার শিকার না হন এ জন্য আমরা বাজার পর্যায়ও তদারকি করেছি। কৃষকরা যাতে স্বল্প খরচে অধিক ফলন পান এ জন্য আমরা তাদেরকে আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বিরলে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে ঈদগাহ সংলগ্ন রাস্তার বেহাল দশা

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ

বগুড়ার ধুনটে দাদন ব্যবসায়ীর মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় স্বামী-স্ত্রীকে বেঁধে লুট করার ঘটনায় চারজন গ্রেফতার

হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়ায় রাতে বিক্ষোভ