ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

গাইবান্ধার সাঘাটার কৃষকেরা আর্থিকভাবে লাভবান হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন

গাইবান্ধার সাঘাটার কৃষকেরা আর্থিকভাবে লাভবান হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন। প্রতীকী ছবি

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটার কৃষকরা আর্থিকভাবে লাভবান হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন। পুষ্টিগুণে সমৃদ্ধ ও লাভজনক এ ফসলটি উপজেলার কৃষিতে নতুন মাত্রা যোগ করেছে। বিভিন্ন ডেইরি খামারে গো-খাদ্য হিসেবে পুষ্টিকর সাইলেজ ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকেরা।

চলতি মৌসুমে উপজেলার চরাঞ্চলসহ প্রত্যন্ত অঞ্চলে ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। সময় ও অর্থ অল্প ব্যয়ে অধিক ফলন পাওয়ায়। ভুট্টার পাতা গোখাদ্য হিসেবে ও গাছগুলো জ¦ালানি হিসেবে বিক্রি করা যায়। সব মিলে ভুট্টাচাষ অন্যান্য ফসলের চেয়ে বেশি লাভজনক হওয়ায় কৃষকরা ভুট্টা চাষে ঝুঁকছেন। বর্তমানে ওই এলাকায় কৃষকদের মাঝে ভুট্টা চাষের যেন প্রতিযোগিতা চলছে। এখানকার উৎপাদিত ভুট্টা চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার হাটবাড়ী, কানাইপাড়া, দীঘলকান্দি, পাতিলবাড়ি, গুয়াবাড়ি, গোবিন্দপুর, নলছিয়া, গাড়ামারা, চিনিরপটল, থৈকরেরপাড়াসহ বিভিন্ন এলাকার কৃষকরা ভুট্টা চাষ করছেন। ভুট্টা চাষীদের সফলতা দেখে অন্যরাও ভুট্টা চাষের প্রতি ঝুঁকছেন। দীঘলকান্দি চর এলাকার ভুট্টাচাষি আলতাব হোসেন বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা পেলে কৃষকরা উন্নত জাতের ভুট্টা চাষ করে ভাগ্য বদলাতে পারবেন।

থৈকরেরপাড়া গ্রামের ভুট্টাচাষি সাইফুল ইসলাম বলেন, মাত্র ৯০-১২০ দিনের মধ্যে ভুট্টা ঘরে তোলা যায়। প্রতি বছর শীত মৌমুমে ভুট্টার বীজ বপন করতে হয়। এরপর পুরো মৌসুমে জমিতে ১-২ বার সেচ দিতে হয় এবং প্রতি বিঘায় ২-৩ বস্তা ইউরিয়া সার দিতে হয়। একেকটি ভুট্টা গাছে ২-৩টি ফল ধরে। ভুট্টা ক্ষেতে রোগবালাই নেই, সেচ,সার খরচও কম।

আরও পড়ুন

কম খরচে ফলন বেশি পাওয়া যায়। তাই অন্যান্য ফসলের চেয়ে ভুট্টা চাষ বেশি লাভজনক। ভুট্টা বিক্রির জন্য বাজারে নিয়ে যেতে হয় না। পাইকাররা এসে বাড়ি থেকে নিয়ে যায়। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও ভুট্টা চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন সাঘাটার কৃষকরা।

সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান বলেন, ভৌগলিক কারণে সাঘাটা উপজেলার জমি ভুট্টা চাষের জন্য খুবই উপযোগী। চলতি মৌসুমে ২ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ইতোমধ্যেই ১৯২৪ হেক্টর জমিতে ভুট্টার বীজ রোপণ সম্পন্ন হয়েছে।

প্রণোদনার আওতায় সহায়তা দিয়ে ভুট্টার চাষ সম্পর্কে প্রযুক্তিগত  প্রশিক্ষণ ও প্রদর্শনীর মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। কারিগরি সহায়তা দিতে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক কাজ করছেন। ভুট্টা চাষ করে কৃষক আর্থিকভাবে লাভবান হওয়ায় সাঘাটার কৃষকরা ভুট্টা চাষের প্রতি ঝঁকছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বিরলে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে ঈদগাহ সংলগ্ন রাস্তার বেহাল দশা

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ

বগুড়ার ধুনটে দাদন ব্যবসায়ীর মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় স্বামী-স্ত্রীকে বেঁধে লুট করার ঘটনায় চারজন গ্রেফতার

হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়ায় রাতে বিক্ষোভ