ভিডিও মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫

নেটওয়ার্ক সমস্যায় ডিএসইর লেনদেন সাময়িক বন্ধ 

নেটওয়ার্ক সমস্যায় ডিএসইর লেনদেন সাময়িক বন্ধ , ছবি: সংগৃহীত

নেটওয়ার্কজনিত সমস্যার কারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সাময়িকভাবে বন্ধ আছে। সমস্যা সমাধানে কাজ করছে ডিএসইর আইটি টিম।নির্ধারিত সময় অনুযায়ী রোববার (৫ জানুয়ারি) সকাল ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হওয়ার কথা। তবে, বিনিয়োগকারীরা সকাল ১০টার দিকে ডিএসইর ওয়েবসাইটে প্রবেশ করে দেখেন লেনদেন করা যাচ্ছে না।

এ বিষয়ে একটি ব্রোকারেজ হাউসের লেনদেন পরিচালনার সঙ্গে জড়িত থাকা এক কর্মকর্তা বলেন, শুরুর সময়ে লেনদেন করতে গিয়ে দেখি লেনদেন হচ্ছে না। কী সমস্যা হয়েছে, বুঝতে পারছি না। ডিএসই থেকে বলা হচ্ছে, শিগগিরই লেনদেন শুরু হবে।

আরও পড়ুন

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্বিক আহমেদ শাহ বলেন, নেটওয়ার্ক সমস্যার কারণে নির্ধারিত সময়ে লেনদেন শুরু করা সম্ভব হয়নি। আইটি টিম কাজ করছে। আশা করি, শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি জানান, এটি সফটওয়্যারগত কোনো সমস্যা নয়। সম্ভবত ইন্টারনেট সংযোগে সমস্যা হয়েছে। সমাধানের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটন খাতের যত্ন নিতে হবে

যারা বিএনপিকে ভয় পায় তারা নির্বাচন দীর্ঘায়িত করার চেষ্টা করছে : বগুড়ায় বিএনপির কর্মী সভায় আ: সালাম

বগুড়ার ধুনটে যমুনায় নৌকার নোঙরে নষ্ট জিও ব্যাগ, ভাঙনের ঝুঁকিতে বাঁধ

নাটোরের বাগাতিপাড়ায় সার ডিলারের দুই লক্ষাধিক টাকা জরিমানা

নকল ছবি কি না বুঝবেন সহজেই, হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

রংপুরে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার