ভিডিও মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫

বগুড়ার শেরপুরে মারপিট ও চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ১

বগুড়ার শেরপুরে মারপিট ও চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ১, প্রতীকী ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে শরিফ তোতা (৩০) নামের এক ব্যক্তিকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে মারপিট ও চাঁদা দাবির ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি আব্দুল গফুর (৫৫)কে গ্রেপ্তার করেছে।

শেরপুর থানায় মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার খানপুর ইউনিয়নের শৈল্লাপাড়া গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে শরিফ তোতা তালপুকুরিয়া গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যান। অনুষ্ঠান শেষে রাত দেড়টার দিকে বাড়ি আসার পথে ছাতিয়ানি গ্রামের গোলামের বাড়ির সামনে আসলে হঠাৎ করেই ইজাহারভুক্ত আসামিরা তাকে ধরে নিয়ে গিয়ে মারপিট শুরু করে।

এসময় তাদের মারপিটে তিনি গুরুতর আহত হলেও তারা তাকে একটি গাছের সাথে বেঁধে রেখে পরিবারের লোকজনের কাছ থেকে দুই লাখ টাকা দাবি করে। বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন গাছের সাথে বাঁধা অবস্থা থেকে শরীফকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন

এই ঘটনায় গত শনিবার রাতে আহত শরীফ তোতার ভাই শাহীন তোতা বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখসহ আরও ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ২নং আসামি আব্দুল গফুরকে গ্রেপ্তার করে।

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথেই সেখানে পুলিশ পাঠালে এলাকাবাসী আহত অবস্থায় শরীফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন। মামলার পর এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে কানাডার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা 

গোল উৎসবে কোপা দেল রে’র শেষ ষোলোয় রিয়াল

তিন বিভাগে বৃষ্টির আভাস, বাড়বে শীত

হানিমুনে কোথায় গেলেন তাহসান-রোজা

আট বছর পর ৮ম সুপার কাপ এসি মিলানের

গোবিন্দের জন্যই বলিউডে কাজ পাচ্ছে না মেয়ে!