ভিডিও বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫

নাটোরে সড়ক দূর্ঘটনায় নিহত ১  

নাটোরে সড়ক দূর্ঘটনায় নিহত ১ , ছবি: প্রতিকী

মফস্বল ডেস্ক (নাটোর প্রতিনিধি):  নাটোরে মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার নাটোর-তাহেরপুর সড়কের ছাতনী মাদ্রাসা ঘাট এলাকায় দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় (৪৬) এক ব্যক্তি নিহত হয়েছেন। সিএনজি চালিত থ্রি হুইলার ও অটো চার্জার রিক্সা ভ্যানের মুখোমুখি এই সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৬ জন যাত্রী।

আহতদের নাটোর সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, নলডাঙ্গা উপজেলার হরিদা খলসি গ্রামের  বাসিন্দা মোঃ আতাউর রহমান (৪০), মনির হোসেন (২৫) ও মোঃ মুন্না (২২)। 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ মাহাবুর রহমান দৈনিক করতোয়া’কে  নিশ্চিত করে  জানান, মঙ্গলবার সকালে কয়েকজন শ্রমিক কাজের উদ্দেশ্যে অটো চার্জার রিক্সা ভ্যানে নাটোরে যাওয়ার পথে  সদর উপজেলার নাটোর-তাহেরপুর সড়কের ছাতনী মাদ্রাসা ঘাট এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত একটি থ্রি হুইলার গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত  ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে এবং এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন

দূর্ঘটনায়  যানবাহনগুলোর অন্তত ৭ জন যাত্রী আহত হন। এসময় স্থানীয়রা  তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন । 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুর সাফারি পার্কে সপ্তমবারের মতো জন্ম নিলো নীলগাই 

সংবিধান কারো বাপের না : হাসনাত আব্দুল্লাহ

গাইবান্ধায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

মোবাইলে ১০০ টাকা রিচার্জে ৪৪ টাকা ব্যবহার করতে পারবে গ্রাহক

বডি শেমিং নিয়ে হতাশায় ভুগছিলেন দীঘি

দ্বি-স্তরের টেস্ট কাঠামো নিয়ে মুমিনুলের হতাশা