জয়পুরহাটের পাঁচবিবিতে দুই ট্রাক্টরের সংর্ঘষে বৃদ্ধা নিহত
বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে দুই ট্রাক্টরের সংর্ঘষে সরলা রাণী রায় (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ রোববার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বালিঘাটা ইউনিয়নের কাঁশপুর গ্রামে জিয়ার ইটভাটাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সরলা রাণী উপজেলার বালিঘাটা ইউনিয়নের কাঁশপুর গুচ্ছ গ্রামের মৃত বিনয় চন্দ্রের স্ত্রী। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পাঁচবিবি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার কামরুল হাসান বলেন, সরলা রাণী খড়কুটো বস্তা নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় ইটভাটার মাটি বহনকারী দুটি ট্রাক্টর রাস্তা পার হওয়ার সময় সংর্ঘষ হয়। এতে তিনি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুনমন্তব্য করুন