ভিডিও বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫

কোহলির আগ্রাসী আচরণ নিয়ে যা বলছেন এবি ডি ভিলিয়ার্স

কোহলির আগ্রাসী আচরণ নিয়ে যা বলছেন এবি ডি ভিলিয়ার্স, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে সময়টা ভালো না গেলেও ঠিকই আলোচনায় আছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। স্যাম কনস্টাসকে ধাক্কা দিয়েছেন, উইকেট শিকারের পর ছিল আগ্রাসী উদযাপন, স্লেজিং ছিল আবার দর্শকদের মনে করিয়ে দিয়েছেন স্টিভেন স্মিথের স্যান্ডপেপার কেলেঙ্কারির কথাও। তবে কোহলির সাবেক সতীর্থ এবি ডি ভিলিয়ার্স মনে করেন, মাঠের ফর্ম ফিরে পেতে এসব আচরণ থেকে বিরত থাকতে হবে কোহলিকে। বোর্ডার-গাভাস্কার সিরিজে ক্রিজে টিকে থাকতেই হিমশিম খেতে হচ্ছিল কোহলিকে। পাঁচ টেস্টে আটবার প্রায় একই ভাবে আউট হয়েছেন কোহলি। অফ-স্ট্যাম্পের অনেক বাইরের বলে কাভার ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে কিংবা স্লিপে। সিরিজ শেষ হওয়ার পর কোহলির পরম বন্ধু এবি ডি'ভিলিয়ার্স বিরাটকে তাঁর দুর্বলতা কাটিয়ে ওঠার নতুন উপায় বলে দিয়েছেন।

কোহলির সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে অনেকটা সময় পার করেছেন ডি ভিলিয়ার্স। স্বাভাবিকভাবেই ভারতীয় তারকার স্বভাব অজানা নয় তার। সেই অভিজ্ঞতা থেকেই ভারতীয় তারকাকে পরামর্শ দিয়েছেন সাউথ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। ডি ভিলিয়ার্স নিজের এক ভিডিওতে জানান, ‘বিশ্বের প্রতিটি ব্যাটসম্যানেরই কোনও না কোনও দুর্বলতা আছে। আমার জন্য, আমার প্যাডে আসা সোজা বল। আমি মনে করি মস্তিষ্ক রিসেট করা ভালো। আমার মনে হয় বিরাট মাঠে লড়াইয়ে জড়িয়ে পড়ে। এটি তার সবচেয়ে বড় শক্তি এবং এটি তার দুর্বলতাও হতে পারে।’ মাঠে কোহলির আগ্রাসী আচরণ নিয়ে তার মন্তব্য, ‘এই সিরিজে আমরা দেখেছি যে তিনি কিছু খেলোয়াড়ের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন, লোকজনকে তার বিরুদ্ধে দেখা গেছে। বিরাট কোহলি লড়াই করতে পছন্দ করেন, কিন্তু আপনি যখন ফর্মে থাকেন না, তখন এই সব থেকে দূরে থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন

এবি ডি'ভিলিয়ার্স বলছেন, ‘আমি মনে করি মাঝে মাঝে বিরাট ভুলে যায় এবং তার লড়াইয়ের মনোভাবের কারণে এবং নিজেকে সবকিছুতে জড়িত করে ফেলে এবং সমগ্র ভারতকে দেখাতে চায় যে সে তাদের জন্য লড়াই করার জন্য আছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

তেঁতুলিয়ায় বেড়েছে শীতের তীব্রতা কমেছে পর্যটকের সমাগম

পাবনার সুজানগরে অতিথি পাখি নিধন

বগুড়ার ধুনটে আন্তঃজেলা চোর দলের ২ সদস্য গ্রেপ্তার, চোরাই মালামাল জব্দ

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনায় জেগে ওঠা চরে কালিবোরো ধান রোপণ শুরু

বিমানবন্দরের পথে খালেদা জিয়া