ভিডিও বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫

বগুড়ার ধুনটে আন্তঃজেলা চোর দলের ২ সদস্য গ্রেপ্তার, চোরাই মালামাল জব্দ

বগুড়ার ধুনটে আন্তঃজেলা চোর দলের ২ সদস্য গ্রেপ্তার, চোরাই মালামাল জব্দ। প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় চুরির প্রস্তুতিকালে একাধিক মামলার আসামি আন্তঃজেলা চোর দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই মালামাল, কাটার মেশিন ও পিক-আপ ভ্যান জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, শেরপুর উপজেলার ধড়মোকাম গ্রামের খাদেমুল ইসলামের ছেলে শেখ সাদী (৩৩) ও ধুনট উপজেলার পশ্চিম গুয়াডহরী গ্রামের শাহ আলমের ছেলে মিলন প্রামানিক (২৮)। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরের পর থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

মামলা সূত্রে জানা যায়, শেখ সাদী ও মিলন আন্তঃজেলা চোর দলের সক্রিয় সদস্য। সোমবার রাত আড়াইটায় ধুনট-সারিয়াকান্দি পাকা সড়কের জোড়শিমুল ঈদগাহ মাঠের পাশে একটি পিক-আপ গাড়ি নিয়ে অপেক্ষা করছিল শেখ সাদী ও মিলন।

তারা ওই এলাকায় চুরির প্রস্তুতি হিসেবে সেখানে অপেক্ষা করতে থাকে। এসময় সংবাদ পেয়ে থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌছে শেখ সাদী ও মিলনকে আটক করে। এ সময় ওই গাড়ি থেকে একটি কাটার মেশিন ও ২টি চোরাই ব্যাটারী জব্দ করা হয়। এ ঘটনায় থানার এসআই মুনজুর মোর্শেদ বাদি হয়ে শেখ সাদী ও মিলনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। 

আরও পড়ুন

উল্লেখ্য শেখ সাদীর বিরুদ্ধে ২০২০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ধুনট-শেরপুর ও নন্দিগ্রাম থানায় চুরি, ডাকাতি, মাদক ও অস্ত্র আইন সহ ৭টি মামলা রয়েছে। এছাড়া মিলন প্রামানিকের বিরুদ্ধে ২০২০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ধুনট থানায় চুরি, ধর্ষণ, মাদক ও মারপিটের ৪টি মামলা রয়েছে। তারা একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে ফের অপরাধমুলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। 
রানা।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর আলম বলেন, সংঘবদ্ধ এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোর শহরের প্রধান সড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

রেলক্রসিং নিরাপদ করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারি জমি দখল ৩ জনকে জেল জরিমানা

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল

সিরাজগঞ্জের শাহজাদপুরে গাঁজা সেবনে বাধা দেওয়ায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

বগুড়ার সান্তাহারে এক কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার