ভিডিও সোমবার, ০৭ জুলাই ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা সাকিব গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা সাকিব গ্রেফতার

হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ চার নেতাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে সংগঠন থেকে বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে আটক করেছে সেনাবাহিনী।

রোববার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চৌধুরী বাজার কিবরিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া সাকিব হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার বাসিন্দা আব্দুল মতিনের ছেলে।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ওসি শাহাবুদ্দিন শাহিন বলেন, ‘সেনাবাহিনী তাকে আটক করে রাতেই থানায় হস্তান্তর করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবসহ কয়েকজনের উপর হামলার ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলার প্রধান আসামি সাকিব।’

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মে মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মিছিল শেষে সংগঠনের সদস্য সচিব মাহাদী হাসানসহ চারজনের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাকিবকে প্রধান আসামি করে সদর মডেল থানায় একটি মামলা করা হয়। এর আগে সহিংসতা, সংগঠনের শৃঙ্খলাভঙ্গ ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সাকিবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর বদলগাছী মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষ পদ নিয়ে দুই শিক্ষকের জটিলতা

ব্রাজিলের কোচিং প্যানেলে বিশাল ধাক্কা

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে লাগাতার অবস্থান কর্মসূচি

বগুড়ায় মেয়েকে পরীক্ষার কেন্দ্রে রেখে বের হয়ে সড়কে প্রাণ গেল বাবার 

আদালতে আত্মসমর্পণ করেছেন আ.লীগের ১১ নেতা

বিয়ে হোক বা সম্পর্ক-কখনো একজন প্রকৃত সঙ্গী পাইনিঃবাঁধন