ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে লাগাতার অবস্থান কর্মসূচি

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে লাগাতার অবস্থান কর্মসূচি

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে চাকরি প্রার্থীরা।

আজ সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকের সামনে সিভিল সার্জনের প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে লাগাতার এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন চাকরি প্রার্থীরা।তাদের সাথে একাত্মতা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

চাকরি প্রার্থীদের অভিযোগ, গত ২০ জুন চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে। পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস, অনুপস্থিত পরীক্ষার্থীদের উত্তীর্ণ দেখিয়ে চূড়ান্ত করা ও এক এলাকার প্রার্থীকে আরেক এলাকায় মনোনীত করার মতো অনিয়ম দেখা গেছে।

অথচ এতকিছুর পরও তড়িঘড়ি করে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাই সিভিল সার্জন। আমরা এই নিয়োগের সুষ্ঠু তদন্ত চাই। তামান্না নামের এক প্রার্থী বলেন, এ নিয়োগের সুষ্ঠু তদন্ত ও নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হোক। তা না হলে আমরণ অনশন করবো। প্রয়োজনে হাইকোর্টে রিট করবো।

সবুজ নামের আরেক প্রার্থী বলেন, গত ২০ জুন চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগের যে লিখিত পরীক্ষা হয়েছিল, সেই রাতে চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কার্যালয় রাত তিনটা পর্যন্ত খোলা ছিল। এই নিয়োগ স্থগিত করে আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হোক।

রাকিবুল ইসলাম নামের আরেক প্রার্থী বলেন, যারা মেধাবী তারা চাকরি পাচ্ছে না। যারা অনুপস্থিত ছিল, পরীক্ষা দেয়নি তারা চাকরি পাচ্ছে। আমরা এই নিয়োগ পরীক্ষা বাতিল, সিভিল সার্জন ডাঃ হাদী জিয়া উদ্দিন আহমেদের প্রত্যাহারসহ সুষ্ঠু তদন্ত চাই।

আরও পড়ুন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০ জুন চুয়াডাঙ্গা জেলার ১৯টি কেন্দ্রে একযোগে স্বাস্থ্য সহকারী পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩৯টি পদের বিপরীতে আবেদন করেন ১৩ হাজার ৬৬৮ জন। তবে পরীক্ষায় অংশ নেন ৪ হাজার ৮৭৪ জন।

উল্লেখ্য, সম্প্রতি নিয়োগ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডাঃ হাদী জিয়া উদ্দিন আহমেদের অনিয়ম-দুর্নীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার এবং প্রকাশ হয়। এরপর গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। বিষয়টি জেলা সহ দেশজুড়ে চাউর হলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক যোগে ঢাবির ১২ নেতাকে অব্যহতি দিলো ছাত্রদল 

মস্তিষ্কে রক্তক্ষরণে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু 

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন প্রধান উপদেষ্টা

নেত্রকোনায় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে প্রাণ গেল চালকের

স্বর্ণের দাম কমলো ভরিতে ১৫৭৫ টাকা

বগুড়ার গাবতলীতে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার