বগুড়ার গাবতলীতে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে ৮শ’ গ্রাম গাঁজা ও ৫৩৯ পিস ট্যাপেন্টাডলসহ সবুজ মন্ডল (৩৮) ও স্ত্রী হামিদা খাতুনসহ (৩২) এবং শান্ত ইসলাম (২৭) নামের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের নিজ দূর্গাহাটা গ্রাম থেকে এবং অপরজনকে গাবতলী ইউনিয়নের সারটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গত রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের নিজ দূর্গাহাটা গ্রামের নিজ বাড়ি থেকে ৮শ’ গ্রাম গাঁজা ও ৫৩৯ পিস ট্যাপেন্টাডলসহ সবুজ মন্ডল ও স্ত্রী হামিদা খাতুনকে গ্রেফতার করে। এসময় এই দম্পতিকে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী গাবতলী সদর ইউনিয়নের সারোটিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে শান্তি ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকেও গ্রেফতার করা হয়। তবে এই মাদক বিক্রেতার বাড়ি থেকে কোন মাদকদ্রব্য উদ্ধার হয়নি। গতকাল সোমবার থানা পুলিশ গ্রেফতারকৃত তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
আরও পড়ুনমন্তব্য করুন