রাজশাহীতে গাড়িচালককে কুপিয়ে জখম

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পবায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাড়িচালককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক কারারক্ষীর বিরুদ্ধে। এ ঘটনায় পবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যক্তির বাবা। পুলিশ বলছে, তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল রোববার পবা থানায় এই লিখিত অভিযোগ দেন আব্দুল হাকিম (৭০) নামের এক ব্যক্তি। তার বাড়ি উপজেলার দুয়ারি মধ্যপাড়া গ্রামে। এর আগে গত শনিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনদফা তার বাড়িতে হামলা হয়। এসময় তার ছেলে গোলাম কিবরিয়া জনির (৩৫) মাথায় ধারালো অস্ত্রের আঘাত করা হয়। এতে জখম হন এ্যাম্বুলেন্স চালক জনি।
তাদের অভিযোগ, পবার নওহাটা কলেজ মোড় নতুনপাড়া এলাকার বাসিন্দা মো. কচি (৩৫), তার বাবা মো. আয়নাল (৬০), চাচা মো. মাহাবুল (৫০) ও দুয়ারি উত্তরপাড়া গ্রামের মোতালেব (৪৫) এ হামলা করেছেন। এদের মধ্যে কচি কারারক্ষী হিসেবে চাকরি করেন।
আরও পড়ুনলিখিত অভিযোগে বলা হয়, গত শনিবার দুপুর ২টার দিকে আব্দুল হাকিম বাইসাইকেল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে এক ব্যক্তির সাথে কথা বলছিলেন। তখন বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন কারারক্ষী কচি। এসময় হাকিম তাকে সাবধানে চালানোর পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে কচি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের জন্য তেড়ে আসে। এসময় এলাকাবাসী এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন। তবে কিছুক্ষণ পর কচির নেতৃত্বে আরও কয়েকজন হাকিমের বাড়িতে হামলা চালান। এসময় তারা দরজা-জানালায় ইট-পাটকেল ছোড়েন এবং হত্যার হুমকি দেন। বিকেল সাড়ে ৪টার দিকে তারা আবারও আসেন এবং বাইরের বারান্দায় রাখা হাকিমের বাইসাইকেলটি ভেঙে দেন। পরে রাতে দিকে তৃতীয় দফায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এসময় হাকিমের ছেলে গোলাম কিবরিয়া জনিকে টেনে হিচড়ে বাইরে নিয়ে কচি তার মাথায় চাইনিজ কুড়ালের উল্টো দিক দিয়ে আঘাত করেন। অন্য হামলাকারীরা হাসুয়া, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাথাড়ি মারধর করেন। এতে জনির মাথা ফেটে রক্তাক্ত হয়। শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আহত অবস্থায় জনি থানায় এসেছিল। আমি তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই। পরে তার বাবা লিখিত অভিযোগ দেন। তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন