ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

সাবেক এমপি মোশারফ 

গত ১৬ বছর জিয়া পরিবার সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে

গত ১৬ বছর জিয়া পরিবার সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে, ছবি: সংগৃহীত

কাহালু (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. মোশারফ হোসেন বলেছেন, আওয়ামীলীগ সরকারের দীর্ঘ ১৬ বছরের শাসন আমলে জিয়া পরিবারের সদস্যরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু মহান আল্লাহ সেই নির্যাতনকারীকে কোন ভাবেই ছাড় দেয়নি। তিনি আরও বলেন পি.আর পদ্ধতিতে (প্রোপেশনাল রিপ্রেজেন্টেশন) আগামী জাতীয় সংসদ নির্বাচন করার যে প্রস্তাব তোলা হয়েছে তা করা হলে দেশ আবারও সংঘাতের পথে এগিয়ে যাবে।
গত রোববার (৬ জুলাই) সন্ধ্যায় কাহালু উপজেলার মুরইল বাজার বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনী গণ-সংযোগ কালে তিনি উল্লেখিত কথাগুলো বলেন।

গণ-সংযোগের সময় তার সাথে ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র মো.আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, প্রভাষক শাহাবুদ্দিন, পৌর যুবদলের খোকন খান, মোহাম্মাদ আলী সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আবুল কালাম আজাদ, সদস্য সচিব ফাহিম আহমেদ সুমন, উপজেলা ছাত্রদলের মুরাদ আহমেদ মধু, হাবিবুর রহমান হাবিব, রাকিব ইমতিয়াজ শাওন, মুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি কোরবান আলী, সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান মুঞ্জুসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মস্তিষ্কে রক্তক্ষরণে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু 

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন প্রধান উপদেষ্টা

নেত্রকোনায় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে প্রাণ গেল চালকের

স্বর্ণের দাম কমলো ভরিতে ১৫৭৫ টাকা

বগুড়ার গাবতলীতে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাঙ্গুনিয়ায় যুবকের লাশ উদ্ধার