‘শেখ হাসিনা হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা’
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক আক্তার হোসেন বলেছেন, দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের অন্যদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেই তলব করা হবে। আর হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।
এদিকে, ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানসহ তার স্ত্রী, ছেলে ও মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। এর আগে দুদকে তার বিরুদ্ধে দুটি মামলা করা হয়।
আরও পড়ুনএছাড়া, আজ ১৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনে নাটোর-২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আবার প্রায় ২২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে চট্টগ্রাম ১৬ আসনের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক।
টেন্ডারবাজি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল ওদুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক বলেও জানান মহাপরিচালক আক্তার হোসেন।
মন্তব্য করুন