রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন পাওয়ারী বলেন, ব্যাটারি চুরির অভিযোগে আবুল কালাম নামে একজনকে গণধোলাই দিয়ে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারী, ২০২৫, ০৬:৩৭ বিকাল
লক্ষ্মীপুরে অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা
লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশার ব্যাটারি চুরির দায়ে আবুল কালাম নামে এক শ্রমিককে মারধর করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার (৬ জানুয়ারি) উপজেলার মধ্য কাঞ্চনপুর এলাকায় এ ঘটনা ঘটে।রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, আবুল কালাম রায়পুর উপজেলার কাঞ্চনপুর এলাকার ছানা উল্যাহ পাটওয়ারীর ছেলে। তিনি পেশায় ইটভাটার শ্রমিক।
নিহতের স্বজনরা জানায়, শুক্রবার রাতে রায়পুর উপজেলার কাঞ্চনপুর এলাকা থেকে মাসুদ আলমের অটোরিকশার ব্যাটারি চুরি হয়। রোববার বিকেলে ভূঁইয়ার রাস্তায় একটি দোকানে চুরি হওয়া ব্যাটারি বিক্রি করতে গেলে নিশান নামে একজনকে আটক করে স্থানীয়রা। এসময় তিনি আবুল কালামসহ আরো কয়েকজন ব্যাটারি চুরির সাথে জড়িত রয়েছে বলে জানালে নিশানকে মারধর করে ছেড়ে দেয় স্থানীয়রা। এর জের ধরে রোববার রাত তিনটার দিকে হায়দারগঞ্জের বাংলা বাজার থেকে মাসুদ আলমের নেতৃত্বে কয়েকজন যুবক আবুল কালামকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। পরে কাঞ্চনপুর এলাকা একটি সুপারি বাগানে গাছের সাথে বেঁধে গণধোলাই দিয়ে পালিয়ে যায় সবাই। পরে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় আবুল কালাম।
আরও পড়ুনমন্তব্য করুন