সিরাজগঞ্জের উল্লাপাড়ার আওয়ামী নেতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আল আমিন সরকারকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
আজ সোমবার (৬ জানুয়ারি) হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকা থেকে বিমানে চীনে যাচ্ছিলেন। আল আমিন সরকার আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পর পর দুই বার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
আরও পড়ুনউল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, আওয়ামী লীগ নেতা আল আমিন সরকারকে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে উল্লাপাড়া মডেল থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে।
মন্তব্য করুন