ভিডিও মঙ্গলবার, ২০ মে ২০২৫

ভোলায় এএসআইয়ের ওপর হামলা, আটক ২

ভোলায় এএসআইয়ের ওপর হামলা, আটক ২

নিউজ ডেস্ক: ভোলায় বোরহানউদ্দিন উপ‌জেলার বড় মা‌নিকা ইউনিয়‌নের বে‌ড়িবাঁধ সংলগ্ন এলাকায় আদাল‌তের ওয়া‌রেন্টভুক্ত আসামিকে গ্রেফতার কর‌তে গি‌য়ে আসামি প‌ক্ষের হামলায় দুই এএসআই আহত হ‌য়ে‌ছেন। আহতরা বর্তমা‌নে ভোলার বোরহানউদ্দিন উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে চিকিৎসাধীন র‌য়ে‌ছেন।

আহতরা হ‌লেন, ভোলার বোরহানউদ্দিন থানার এএসআই মো. নুরুল ইসলাম ও আলমাস।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সা‌ড়ে ৭টার দি‌কে এ ঘটনা ঘ‌টে। এ ঘটনায় দুই জন‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সি‌দ্দিকুর রহমান ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, সন্ধ্যার দি‌কে বড় মা‌নিকার বে‌ড়িবাঁধ এলাকায় আদালতের ওয়া‌রেন্টভুক্ত আসামি রু‌বেল‌কে গ্রেফতার কর‌তে যান পু‌লিশ সদস‌্যরা। এসময় আসামি প‌ক্ষের প‌রিবারের লোকজন ও তার আত্মীয়স্বজনরা পু‌লি‌শের ওপর চড়াও হ‌য়ে হামলা চালান। এতে এএসআই মো. নুরুল ইসলাম ও আলমাস আহত হন। বর্তমা‌নে তারা বোরহানউদ্দিন উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসা‌ধীন র‌য়ে‌ছেন।

আরও পড়ুন

তি‌নি আরও জানান, এ ঘটনায় দুইজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। বাকি‌দের আট‌কের চেষ্টা চল‌ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের শাহজাদপুরে আঠারো দিন পর মায়ের বুকে ফিরলো ছেলে

এক হাজার ফিলিস্তিনিকে হজ করাবেন সৌদি বাদশাহ

গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

বগুড়ায় ভুট্টা চাষে নীরব বিপ্লব, প্রথমবার উৎপাদন ছাড়াবে ৫শ’ কোটি টাকা

নওগাঁর ধামইরহাটে লাম্পি ভাইরাসে আক্রান্ত গবাদিপশু, আতঙ্কিত কৃষক ও খামারিরা

দুর্ভোগে নাকাল কুড়িগ্রামের উলিপুর পৌরবাসী