ভিডিও বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

স্বামীর মরদেহ ফেলে স্ত্রী,শ্যালিকা ও ভায়রার পালায়ন

স্বামীর মরদেহ ফেলে স্ত্রী,শ্যালিকা ও ভায়রার পালায়ন

নিউজ ডেস্ক: গোপালগঞ্জ সদরে উপজেলার কাজুলিয়া এলাকার সামিউল মেম্বারের বাসা থেকেঘর থেকে শুকুর শেখ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

 সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শুকুর শেখ উপজেলার রায়পাশা এলাকার নাছির শেখের ছেলে। তিনি দীর্ঘদিন স্ত্রীসহ ওই বাড়িতে ভাড়া থাকতেন। এছাড়াও পাশের রুমে ভাড়া থাকতেন নিহত শুকুরের শ্যালিকা ও ভায়রাভাই। ঘটনার পর থেকে তারা সবাই পলাতক রয়েছেন।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, খবর নিয়ে জানতে পেরেছি ওই ঘরের পাশের রুমে নিহতের শ্যালিকা ও ভায়রাভাই ভাড়া থাকতেন। এ ঘটনার পর থেকে স্ত্রী, শ্যালিকা ও ভায়রাভাই কাউকে পাওয়া যায়নি। তারা পলাতক রয়েছেন। মৃত্যুর রহস্য জানতে কাজ করছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহের অভিযোগে হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট

শান্তি প্রতিষ্ঠায় সমবেদনা, কূটনীতি ও সংহতির আহ্বান

গণঅভ্যুত্থানে ৯ হত্যাকাণ্ড মামলায় বানিয়াচংয়ের সাবেক ওসি দেলোয়ার গ্রেপ্তার

মাদারীপু‌রে মানবপাচার মামলার আসামি গ্রেপ্তার

ব্র্যাক ব্যাংক ‘আস্থা’ অ্যাপে ১০ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

শৈলকুপায় আহত মেছো বাঘকে পিটিয়ে মারলো এলাকাবাসী