কালীগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত
নিউজ ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের চুয়ারিয়াখোলা নামক স্থানে বাসচাপায় সেলিম মিয়া (৪০) নামে এক পিকআপ ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন।
নিহত সেলিম মিয়া ময়মনসিংহের নান্দাইল থানার হালিউড়া এলাকার হোসেন আলীর ছেলে।
আরও পড়ুনওসি আলাউদ্দিন জানান, আজ সকালে এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেট থেকে ঢাকার দিকে এবং বিপরীত দিক থেকে একটি পিকআপ ভ্যান ঘোড়াশালের দিকে যাচ্ছিল। বাসটি পিকআপ ভ্যানকে সামনে থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক সেলিম নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাস ও পিকআপটি জব্দ এবং মরদেহ থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন