পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন চলছে, জানালেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে কবে এই বৈঠক হচ্ছে- তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি ট্রাম্প। ফ্লোরিডায় মার-এ-লাগো রিসোর্ট থেকে ট্রাম্প বলেন, পুতিন সাক্ষাৎ করতে চেয়েছেন এবং আমরা সেটির আয়োজন করছি।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা এক হাজার ৫১ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।
আরও পড়ুনমন্তব্য করুন