বগুড়ার শেরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মামুন গ্রেপ্তার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য, হামলা, ভাংচুর ও হত্যা চেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন (৩২)কে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। সে কালশিমাটি উত্তরপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও গাড়িদহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
শেরপুর থানা পুলিশ সুত্রে জানা যায়, আজ শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাড়িদহ ইউনিয়নের দশমাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুনশেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মামুনকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন