ভিডিও শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫

বগুড়ার আদমদীঘিতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চোরের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চোরের মৃত্যু। প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে অগভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে আব্দুর রহমান (৪৬) নামে চোর চক্রের এক সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীররাতে উপজেলার জিনইর গ্রামের পূর্ব মাঠে এ ঘটনা ঘটে।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকালে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহমান আদমদীঘির ডালম্বা গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। সে জিনইর গ্রামের সোলায়মান আলীর মেয়েকে বিয়ে করে সেখানে বসবাস করতো।

স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের জিনইর গ্রামের রহিদুল ইসলাম উজ্জল বৈদ্যুতিক সংযোগ নিয়ে ওই গ্রামের পূর্বপাড়া মাঠে জমিতে সেচ পরিচালনা করে আসছিলেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে চোর চক্রের সদস্য আব্দুর রহমান ওই অগভীর নলকূপের ট্রান্সফরমার চুরি করতে একটি বৈদ্যুতিক খুঁটির ওপরে উঠে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

আরও পড়ুন

এঘটনা জানাজানি হলে আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চোর চক্রের সদস্য আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করে। এবিষয়ে অগভীর নলূুপের মালিক রহিদুল ইসলাম উজ্জল বলেন, আমার নলকূপের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ছিল। কয়েকদিন যাবত চোর চক্রের সদস্যরা চিঠির মাধ্যমে আমার কাছে টাকা দাবি করে আসছিলেন।

আজ শুক্রবার সকালে জানতে পারি ট্রান্সফরমার চুরি করতে এসে আব্দুর রহমান নামের এক চোর বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনী প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাই করতে পরিদর্শন টিম আসছেন রোববার

৩৩তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সাদ পন্থীদের কর্মকান্ড নিষিদ্ধের দাবিতে নাটোরে বিক্ষোভ

গোপালগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

বাংলাদেশে ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত

কুড়িগ্রামের খরস্রোতা ধরলা-বারোমাসিয়া নদীর বুকে সবজি ভান্ডার