বগুড়া বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাই করতে পরিদর্শন টিম আসছেন রোববার
স্টাফ রিপোর্টার : বগুড়া বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্র্বতী সরকার। বিমান বন্দরটি চালুর সম্ভাব্যতা যাচাই করতে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী রোববার বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের একটি পরিদর্শক দল বগুড়া বিমানবন্দর পরিদর্শনে আসছেন। বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা ওই পরিদর্শক দল আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
বগুড়া জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, আগামী রোববার বিমান মন্ত্রণালয়, বিমানবাহিনী প্রধান ও বেবিচক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা বগুড়া বিমানবন্দর পরিদর্শন করবেন। এটা চালু করার জন্য আরও জমি অধিগ্রহণ করতে হবে। শুরুতে অভ্যন্তরীণ রুটে বিমান চালুর কথা চিন্তা করা হচ্ছে। বগুড়ায় বিমানবন্দর স্থাপনের উদ্যোগ নেওয়া হয় ১৯৮৭ সালে। কিন্তু নানা জটিলতায় সেই উদ্যোগে ভাটা পড়ে।
এরপর ১৯৯১-৯৬ মেয়াদে বিএনপি সরকারের শেষ দিকে এখানে বিমানবন্দর স্থাপনের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এ জন্য ২২ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন পায়। ১৯৯৫ সালে সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে ১০৯ একর জমি অধিগ্রহণ করে সরকার।
আরও পড়ুনএ বিষয়ে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, বগুড়া বিমানবন্দর চালুর জন্য বেসরকারি বিমান কর্তপক্ষ বরাবর আবেদন করেছিলেন। তার প্রেক্ষিতে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) একটি তদন্ত দল গঠন করেছেন।
তিনি বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছেন আগামী রোববার বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের একটি পরিদর্শক দল বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাই করতে পরিদর্শনে আসছেন। আগামী রোববার বেলা ১১টায় তাকে বগুড়া বিমান বন্দরে থাকতে বলা হয়েছে।
মন্তব্য করুন