ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

সারদায় কনস্টেবলদের স্থগিত হওয়া সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

সারদায় কনস্টেবলদের স্থগিত হওয়া সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক:  রাজশাহীর চারঘাটে সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ১৬৭তম ট্রেনিং রিক্রুট কনস্টেবলদের ৩৩৪ জনকে পাসিং আউট দেওয়া হয় এতে।

এর আগে ১৯ ডিসেম্বর তাদের সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে তাদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছিল।প্রশিক্ষণে ৩৩৪ জন প্রশিক্ষণার্থীর মধ্যে মো. সাজ্জাদুল ইসলাম বেস্ট টিআরসি হিসেবে নির্বাচিত হন। এছাড়া বিষয়ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে বেস্ট একাডেমিক হিসেবে- মো. সুমন আলী বেস্ট ইন ফিল্ড এক্টিভিটিজ এবং পৌরব চন্দ্র রায় বেস্ট শ্যুটার নির্বাচিত হন। 

আরও পড়ুন

সারদা পুলিশ একাডেমি সূত্রে জানা যায়, গত বছর ২৪ জুন থেকে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে ৩৪২ জন কনস্টেবল সারদায় প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। গত ১৯ ডিসেম্বর তাদের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। এরই মধ্যে গত ৩ জানুয়ারি অজ্ঞাত কারণে আটজনকে একাডেমি থেকে বের করে দেওয়া হয়। পরে ১২ জানুয়ারি সমাপনী কুচকাওয়াজের তারিখ নির্ধারণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে তিন ঘণ্টা পর সচল ‘বনলতা এক্সপ্রেস’ 

আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক

সাবেক এমপি জাফর আলম রিমান্ডে

আলিফ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন

বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তুরিন আফরোজ, মা ও ভাই ফিরে পেলেন অধিকার