ভিডিও মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

শীত নিয়ে আবহাওয়ার নতুন বার্তা

শীতের নতুন আবহাওয়া বার্তা, ছবি: সংগৃহীত

দেশের অধিকাংশ জায়গায় চলতি সপ্তাহে শীতের তীব্রতা তেমন একটা দেখা যায়নি। প্রতিদিন সূর্য উঠার পাশাপাশি কুয়াশার দাপটও তেমন একটা ছিল না। তবে, আগামী সপ্তাহে তাপমাত্রা কমে শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্নএলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা হ্রাস পেতে পারে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, জানুয়ারি মাসের শেষ দশকের আগেই আরেকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। যদিও এখনই তারিখ নির্ধারিত করে বলা যাচ্ছে না।

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটায় ৫ কোটি টাকার মেরিন ড্রাইভ অপরিকল্পিত প্রজেক্ট: দুদক

বগুড়া গাবতলীতে দৈনিক করতোয়া ৫০তম বর্ষে পর্দাপণ উদযাপন

ভুয়া ‘থানা’ খুলে ভারতে গ্রেপ্তার সাবেক তৃণমূল কংগ্রেস নেতা

বরিশালে ৫ম দিনের মতো ব্লকেড কর্মসূচি

সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা জানালো ইসি সচিবালয়

অক্টোবরে দুই এশীয় দলের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল