বগুড়ার শিবগঞ্জে সাবেক যুবদল নেতা সৈকত গ্রেপ্তার
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জের সাবেক যুবদল নেতা হাবিবুল্লাহ মেজবাহ সৈকতকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ২টায় শিবগঞ্জ এমএইচ ডিগ্রি কলেজের পেছন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সৈকত শিবগঞ্জ পৌর এলাকার বানাইল গ্রামের বাদশার ছেলে এবং সাবেক যুবদল নেতা। সৈকতের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
আরও পড়ুনএ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান জানান, তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বগুড়া সদর ও শিবগঞ্জ থানায় অনেক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
মন্তব্য করুন