সম্পর্ক থাকলে ভয় তো থাকবেই : সোহিনী
বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। ২০০৮ সালে টেলিভিশন ধারাবাহিক নাটক ‘রাজপথ’ দিয়ে ছোটপর্দার যাত্রা শুরু করেন। এরপর ‘রূপকথা নয়’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র আত্মপ্রকাশ ঘটে। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এদিকে পরিচালক দিব্য চ্যাটার্জির পরিচালনায় নতুন ছবি ‘অমর সঙ্গী’তে প্রথমবার জুটি বাঁধলেন বিক্রম চ্যাটার্জি ও সোহিনী সরকার।
ছবির গল্প থেকে জানা যায়, শরীরী হোক বা অশরীরী, তা যেমনই হোক না কেন প্রেম তো প্রেমই। ঠিক যেমনভাবে ছাদে বৃষ্টিতে ভিজে, বাড়ির নানা কোনায়, অলিগলিতে প্রেম করে চলেছে ‘অনুরাগ ও জয়ী’। একজন আছেন, আরেকজন নেই কিন্তু তাদের মধ্যে যা আছে তা হল প্রেম।এদিকে মুক্তি পেয়েছে এই ছবির একাধিক গান। ‘অনুরাগ-জয়ী’র অদ্ভুতু প্রেম নিয়ে বিক্রম ও সোহিনীর কথায়, ‘আমরা একে অপরের বন্ধু অনেকদিন থেকেই। এর আগে বিজ্ঞাপনে শুটিং করেছি, নাচও করেছি তবে প্রথমবার জুটি হিসেবে অভিনয় করলাম তাও আবার প্রেমের ছবি এবং সম্পূর্ণ অন্য ধারার প্রেমের ছবি।
আরও পড়ুনএই ছবিতে একদিকে যেমন রয়েছে প্রেম, অন্যদিকে আবার ভয়।’তারা আরও বলেন, ‘প্রেম যেখানে, ভয় তো সেখানে থাকবেই। প্রথমে প্রেম থাকে তারপর আস্তে আস্তে ভয় বাড়ে। অদ্ভুতভাবে অনুরাগ ও জয়ীর ক্ষেত্রেও ঠিক তেমনটাই। তবে এমন প্রেম আমরা জীবনে প্রত্যেকেই চাই, হয়ত প্রত্যেকের জীবনে একবার হলেও আসে। প্রত্যেকে এই ছবি দেখে নিজেদের জীবনের সঙ্গে মেলাতে পারবেন।’
বিক্রমের কথায়, ‘আমার প্রথম প্রেমের ক্ষেত্রে ছাদ একটা বড় অংশ ছিল।’ সোহিনী বলেন, ‘ছাদ আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, জীবনের নানা মুহূর্তের স্মৃতি থাকে ছাদে। ছাদে প্রেম তো অবশ্যই করেছি।’
মন্তব্য করুন