ঠাকুরগাঁও সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী বেউরঝাড়ী সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করার সময় এক বাংলাদেশিকে নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে.কর্নেল তানজীর আহম্মদ। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।
বিজিবি’র অধিনায়ক জানান, ভারতে অনুপ্রবেশের অভিযোগে ওই ব্যক্তিকে আটক করে বিএসএফ। তার পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। তাকে ফেরত আনার জন্য বিএসএফের সাথে যোগাযোগ করা হচ্ছে।
আরও পড়ুনএলাকাবাসী জানান, বেশ কয়েকদিন ধরে আমজানখোর ইউনিয়নের হরিণমারীহাট এলাকাসহ বিভিন্ন স্থানে ওই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা গেছে। তিনি তার নাম-ঠিকানা কিছুই বলতে পারেন না। প্রাথমিকভাবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে এলাকাবাসীর ধারণা।
মন্তব্য করুন