ভিডিও রবিবার, ২৫ মে ২০২৫

পাবনার সুজানগরে পরিত্যক্ত জায়গায় পুষ্টিবাগান কৃষকদের দৃষ্টি আকর্ষণ করছে

পাবনার সুজানগরে পরিত্যক্ত জায়গায় পুষ্টিবাগান কৃষকদের দৃষ্টি আকর্ষণ করছে। ছবি : দৈনিক করতোয়া

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলা পরিষদ চত্বরের পরিত্যক্ত ও অনাবাদি জায়গায় সৃজন করা হয়েছে প্রাতিষ্ঠানিক পুষ্টিবাগান। আর ওই বাগান দৃষ্টি আকর্ষণ করছে উপজেলার সর্বস্তরের কৃষকদের।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং অর্থায়নে সৃজিত ওই বাগানে আবাদ করা হয়েছে পালংশাক, লালশাক, ডাটাশাক, পেঁয়াজ, ধনিয়া, ফুলকপি ও বেগুনসহ বিভিন্ন ধরনের পুষ্টিকর সবজি। চলতি রবি মৌসুমের শুরুতে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিবিড় পরিচর্যা এবং প্রয়োজনীয় সার বিষ দিয়ে প্রতিষ্ঠা করা ওই বাগান ধীরে ধীরে উচ্চ ফলনশীল সবজি বাগানে পরিণত হয়েছে।

ফলে পরিত্যক্ত ও অনাবাদি জায়গায় সৃজিত ওই পুষ্টিবাগান উপজেলার সর্বস্তরের কৃষকদের দৃষ্টি আকর্ষণ করছে। বিশেষ করে কৃষি কাজে সমৃদ্ধি অর্জনের লক্ষে বিভিন্ন পরামর্শ নিতে উপজেলা কৃষি অফিসে আসা কৃষকেরা প্রাতিষ্ঠানিক ওই পুষ্টিবাগান দেখে মুগ্ধ হওয়ার পাশাপাশি তারাও নিজ নিজ বাড়ির পরিত্যক্ত ও অনাবাদি জায়গায় পুষ্টিবাগান করতে উৎসাহিত হচ্ছেন।

আরও পড়ুন

উপজেলার দুর্গাপুর গ্রামের আদর্শ কৃষক কামরুজ্জামান বলেন, আমার বাড়ির আশপাশে অনেক পরিত্যক্ত এবং অনাবাদি জায়গা আছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের পরিত্যক্ত ও অনাবাদি জায়গায় প্রাতিষ্ঠানিক পুষ্টিবাগান করা দেখে আগামী রবি মৌসুমে আমার বাড়ির ওই জায়গায় পুষ্টিবাগান করার সিদ্ধান্ত নিয়েছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন, কৃষিখাতে উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টি চাহিদা পূরণের লক্ষে পরিত্যক্ত ও অনাবাদি ওই জায়গায় প্রাতিষ্ঠানিক পুষ্টিবাগান করা হয়েছে। ইতোমধ্যে ওই বাগান দেখে উপজেলার কৃষকেরা অনুপ্রাণিত হয়ে তাদের বাড়ির পরিত্যক্ত ও অনাবাদি জায়গায় সবজি বাগান করার আগ্রহ প্রকাশ করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে মাদক মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন 

দিনাজপুরের হিলিতে কোরবানির আগে ক্ষতির মুখে খামারিরা

চাকরির ক্ষেত্রে লটারি নেই শিক্ষার্থী ভর্তিতে লটারি থাকবে কেন : সাবেক এমপি আকবর আলী

হাতুড়ি পেটানোর ঠুকঠাক শব্দে মুখর নওগাঁর কামার পল্লী

বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ বগুড়ার সমাবেশে

পাবনার চাটমোহরে নদী থেকে নিখোঁজ যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার