ভিডিও রবিবার, ০৪ মে ২০২৫

মাউন্ট ইবু আগ্নেয়গিরি সক্রিয়

হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়েছে ইন্দোনেশিয়া

হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়েছে ইন্দোনেশিয়া,ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় দ্বীপ হালমাহেরার একটি আগ্নেয় পর্বত সক্রিয় হয়ে ওঠার পর দ্বীপটির হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছেন দেশটির দুর্যোগ মোকাবিলা বাহিনীর কর্মীরা। বুধবার মাউন্ট ইবু নামের এই আগ্নেয় পর্বতটি সক্রিয় হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শী ও ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫ সালে এ পর্যন্ত এই নিয়ে পঞ্চমবারের মতো সক্রিয় হলো মাউন্ট ইবু। বুধবার সকাল থেকে বিরতিহীনভাবে ধোঁয়া ও লাভা নির্গত করছে ইবু। পর্বতটির জ্বালামুখ থেকে নির্গত ধোঁয়া প্রায় ৪ কিলোমিটার পর্যন্ত ওপরে উঠছে।

দুর্যোগ মোকাবিলা বিভাগের হালমাহেরা শাখা কার্যালয়ের প্রধান ওয়াওয়ান গুনাওয়ান আলী সাংবাদিকদের জানান, সকালে আগ্নেয়গির সক্রিয় হওয়ার পর সন্ধ্যার মধ্যে স্থানীয় সরকার ও জনতার উদ্যোগে পর্বতটির আশপাশের এলাকার প্রায় ৩ হাজার মানুষকে সরানো হয়েছিল। বর্তমানে ওই পর্বতের কাছাকাছি ৫টি গ্রামের সবাইকে সরানোর কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।দীর্ঘ দিন ঘুমন্ত থাকার পর ২০২৪ সালের জুন মাসে প্রথম সক্রিয় হয় মাউন্ট ইবু’র জ্বালামুখ। এর পর বিভিন্ন সময়ে বেশ কয়েকবার ভূমিকম্প হলেও আগ্নেয়গিরি আর সক্রিয় হয়নি।

আরও পড়ুন

কিন্তু চলতি জানুয়ারি মাসের প্রথম থেকে সক্রিয় হয়ে ওঠে মাউন্ট ইবু। মাসের প্রথম সপ্তাহেই চার বার লাভা ও ধোঁয়া উদ্গিরণ হয়েছে ইবু’র জ্বালামুখ। তবে বুধবার থেকে যে হারে ধোঁয়া ও লাভার উদ্গিরণ শুরু হয়েছে, তা রীতিমতো বিপজ্জনক বলে উল্লেখ করেছেন গুনাওয়ান আলী। ধোঁয়ার সঙ্গে উঠে আসছে রাশি রাশি ছাই।প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেখলা (রিং অব ফায়ার) অঞ্চলে অবস্থান হওয়ার কারণে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও আগ্নেয়গিরি প্রায় নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ।

গত বছর নভেম্বর মাসে ইন্দোনেশিয়ার ‘পর্যটন দ্বীপ’ নামে পরিচিত ফ্লোরেসে সক্রিয় হয়ে ওঠে জোড়া আগ্নেয় পর্বত লেওতোবি লেকি লেকি। এতে নিহত হয়েছিলেন অন্তত ৯ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক কাণ্ডে নিষেধাজ্ঞায় রাবাদা, শঙ্কায় চ্যাম্পিয়নশিপের ফাইনাল

প্রাণ ফিরে পেলো পুঁজিবাজার

গরমে ‘হাইড্রেটেড’ থাকতে পানির সঙ্গে যা মেশাবেন

চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের জেরে গ্রেপ্তার ৫

ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিওনে ক্ষেপণাস্ত্র হামলা

বিয়ে পর অভিনয় প্রসঙ্গে যা বললেন মাধুরী