ভিডিও রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

মিডল্যান্ড ব্যাংক এবং ইউন চ্যাম্পিয়ন (বিডি) লিঃ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর 

নিলফামারী জেলার উত্তরা ইপিজেড-এ অবস্থিত সনিক গ্রুপের প্রধান কার্যালয়ে বিগত জানুয়ারী ১২, ২০২৫ তারিখে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক এবং ইউন চ্যাম্পিয়ন (বিডি) লিঃ -এর মধ্যে মিডল্যান্ড ব্যাংকের আধুনিক অনলাইন ভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন (এমসিএম) সেবা সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

ইউন চ্যাম্পিয়ন (বিডি) লিঃ সনিক গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। উইন চ্যাম্পযি়ন (বডি)ি লমিটিডে একটি বদিশেী বনিযি়োগ হোল্ডংি কোম্পানি হসিাবে ২০১৮ সালে প্রতষ্ঠিতি হয়ছেলি৷ এটি প্রাথমকিভাবে ব্যবসা, নর্মিাণ এবং উত্পাদন র্কাযক্রমে নযিুক্ত এবং উইনলি হারবার লমিটিডেরে সর্ম্পূণ মালকিানাধীন একটি সহায়ক সংস্থা।
মিডল্যান্ড ব্যাংক -এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ আহসান-উজ জামান এবং ইউন চ্যাম্পিয়ন (বিডি) লিঃ মিঃ- এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সনিক গ্রুপের চেয়ারম্যান বেঞ্জামিন চি ইউ ওং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

উক্ত সমঝোতা চুক্তির আওতায় ইউন চ্যাম্পিয়ন (বিডি) লিঃ তাদের প্রতিদিনের ব্যবসায়িক ব্যাংকিং এবং নগদ লেনদেন কার্যক্রম পরিচালনার জন্য মিডল্যান্ড ব্যাংক এর আধুনিক অনলাইন ভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন “মিডল্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট (এমসিএম)” অ্যাপ্লিকেশন ব্যবহার করবে।

আরও পড়ুন

সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান জাবেদ তারেক খান, ভাইস প্রেসিডেন্ট মাজিদুল হক পাটোয়ারী, এফআরএম, সিনিয়ার এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ হাসিবুর রহমান এবং ইউন চ্যাম্পিয়ন (বিডি) লিঃ মিঃ-এর ডিরেক্টর সু ইয়ংবউ, এ্যাসিস্টেন্ট ম্যানেজার-ফাইন্যান্স শোয়েব আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বোচাগঞ্জে গরুর পরিবর্তে কাঠের ঘাঁনি টানছে মোটরসাইকেল

সিরাজগঞ্জের তাড়াশে তৈরি হচ্ছে সুস্বাদু খেজুর গুড়

দিগন্ত জোড়া মাঠে সরিষার হলুদ ফুলে রঙিন স্বপ্ন বুনছেন হিলির কৃষকরা

নামুজা ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ করে সংবাদ সম্মেলন

বগুড়ার সোনাতলায় জোড়গাছা খালের ফুট ব্রিজে ঝুঁকি নিয়ে মানুষের পারাপার

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ, বগুড়া’র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ