ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

নামুজা ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ করে সংবাদ সম্মেলন

নামুজা ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ করে সংবাদ সম্মেলন। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়া সদরের নামুজা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলুর বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও কলেজটির শিক্ষার্থীরা।

আজ শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যক্ষ দুলুর বহিস্কারসহ আইনের আওতায় এনে বিচার দাবিতে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জেমি আক্তার।

তিনি বলেন, বগুড়া সদর যুবলীগের সভাপতি, বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য নামুজা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু আওয়ামী লীগ সরকারের প্রভাব, পদ ও পদবী ব্যবহার করে অত্র কলেজের অধ্যক্ষের পদে বসেন।

তৎকালীন আওয়ামী লীগের একজন কুখ্যাত নেতা হিসেবে পরিচিত সরকারী বরাদ্দের মাধ্যমে কলেজের কোন উন্নয়ন ও প্রয়োজনীয় মেরামত না করে সকল টিনসেড রুমগুলোতে ও পশ্চিম পাশের পুরাতন বিল্ডিংয়ে এখনও একটু বৃষ্টি হলেই বৃষ্টির পানি পড়ে এবং নতুন বিল্ডিংয়ে রঙ নেই ও ইলেকট্রিক ব্যবস্থা ভালো নেই।

আরও পড়ুন

৩য় তলার কক্ষগুলো এখনও ব্যবহারের অযোগ্য এবং ব্রেঞ্চের ব্যবস্থা না করার কারণে কলেজের আয়-ব্যয়ের হিসেব জানতে ও দেখতে চাইলে গর্ভনিং বডির সভাপতি নেইসহ বিভিন্ন অযুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। তিনি নিয়োগ বোর্ড গঠন করে ও দলীয় প্রভাবকে ব্যবহার করে অধ্যক্ষ পদে বসেন।

স্বৈরাচারী, অদক্ষ, অযোগ্য, দুর্নীতিবাজ, ক্ষমতার অপব্যবহারকারী ও মানুষ হত্যাকারী অধ্যক্ষকে তার পদ থেকে সাময়িক বহিস্কার করে অভিজ্ঞ ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে তাকে স্থায়ীভাবে বহিস্কারের মাধ্যমে অত্র কলেজের শিক্ষার মনোরম পরিবেশ প্রতিষ্ঠায় দাবি জানানো হয়। অন্যথায় আদালতের শরনাপন্ন হওয়াসহ কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

গাইবান্ধার সাঘাটায় বালু ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা

নওগাঁয় গাঁজাসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন