চার লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাই
বগুড়ার নন্দীগ্রামে বিকাশ এজেন্টকে জবাই করে হত্যার চেষ্টা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে আঞ্চলিক সড়কে শাজাহান আলী (৪৫) নামের বিকাশ এজেন্টের পথরোধ ও জবাই করে হত্যার চেষ্টা করেছে একদল ছিনতাইকারী। ওই ব্যবসায়ীর কাছ থেকে নগদ চার লাখ টাকা এবং দুটি মোবাইল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করেছে পুলিশ। তারা অভিযান চালিয়ে ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে পারেনি।
গতকাল বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের বাউরিপাড়া-মুরালদীঘি আঞ্চলিক সড়কের শরানগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গলায় ধারালো অস্ত্রের আঘাতে আহত শাজাহান আলীকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার মুরালদিঘী গ্রামের মৃত আকবর আলী মন্ডলের ছেলে।
জানা গেছে, শাজাহান আলী কুমিড়াপন্ডিত পুকুর বাজারে বিকাশ এজেন্টের ব্যবসা করেন। গতকাল বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শরানগাড়ি এলাকায় একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। এরপর গলায় ধারালো অস্ত্র দিয়ে জবাই করার চেষ্টা করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা চার লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুনদুর্বৃত্তদের চেনার কারণে তাকে হত্যার চেষ্টা করেছে বলে দাবি করে শাজাহানের ছেলে রাকিবুল জানায়, টাকার পরিমাণ আরও বেশি হতে পারে। তার বাবা সুস্থ হলে নিশ্চিত হওয়া যাবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে দুর্বৃত্তদের ফেলে যাওয়া ২০ হাজার টাকা, একটি রাম দা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
মোবাইল ফোনের সুত্র ধরে জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে। রাতেই তাদের বাড়িতে অভিযান চালানো হয়। তবে কাউকেই পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি।
মন্তব্য করুন