ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এবার রেকর্ড পরিমাণ জমিতে আলু চাষ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এবার রেকর্ড পরিমাণ জমিতে আলু চাষ। ছবি : দৈনিক করতোয়া

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গোবিন্দগঞ্জে বীজসহ কৃষি উপকরণের দাম বেশি হলেও ভাল দামের আশায় এবার রেকর্ড পরিমাণ জমিতে আলু চাষ করা হয়েছে। অনুকূল আবহাওয়ায় চাষীরা ভালো ফলনের আশা করলেও ক্ষেতে দেখা দিয়েছে কান্ড পঁচাসহ নানা রোগবালাই। এতে বাড়তি পরিচর্যা করতে উপকরণের দাম বাড়ায় আলুর উৎপাদন ব্যয় নিয়ে কপালে পড়েছে চিন্তার ভাজ।

বিগত বছর আলুর দাম ভালো পাওয়ায় চলতি রবি মৌসুমে স্বল্প মেয়াদি ফসল হিসেবে উপজেলার কৃষকরা এবার আলু চাষে ঝুঁকে পড়ে। এ কারণে এবার রেকর্ড পরিমান জমিতে আলুর আবাদ হয়েছে। এবার জেলায় ১২ হাজার ৩৬ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও আলু চাষ হয়েছে ১৪ হাজার ৪৯৭ হেক্টর জমিতে।

এর মধ্যে গোবিন্দগঞ্জ উপজেলায় আলু আবাদ হয়েছে ৯ হাজার ৩১৮ হেক্টর জমিতে। কৃষি অফিসের তথ্যমতে,  বিগত বছরগুলোর তুলনায় এবারই  প্রথম এত বেশি জমিতে আলু চাষ হয়েছে।  বীজ, সারসহ কৃষি উপকরণের দাম আলু চষে ব্যয়ও বেড়েছে। তার ওপর আলু ক্ষেতে রোগবালাই দেখা দেওয়ায় বাড়তি পরিচর্চা করছে কৃষকরা।  বাজারে আগাম জাতের উৎপাদিত আলুর সরবরাহ ভালো থাকায় আলুর দামও অনেক  কমে এসেছে।

উপজেলার কামারদহ, কোচাশহর, গুমানীগঞ্জ, দরবস্ত, তালুককানুপুর, হরিরামপুর, রাখালবারুজ, নাকাই, সাপামারা, শিবপুর মহিমাগঞ্জ ছাড়াও রাজাহার, শাখাহার, কামাদিয়া, কাটাবাড়ী ইউনিয়নে  আগাম জাতের আলু তোলায় ব্যস্ত সময় পার করছেন চাষীরা। বাজারে আলুর চাহিদা থাকায় উৎপাদিত আলু জমি থেকেই পাইকারের কাছে বিক্রি করছে অনেক কৃষক। এবার গ্যানোলা, খুপরি সেন্দুরী, রার্মা, লাল পাকরি, সূর্যমুখি, ম্যাজিকসহ নানা জাতের আগাম আলুর চাষ হয়েছে। বাজারে আলু বীজ, সারসহ নানা উপকরণের দাম বাড়ায় আলু উৎপাদন ব্যয়ও বেড়েছে। তার ওপর ক্ষেতে লাগানো আলুর ফলন ও বাজার দর ভালো পাওয়ার আশা করলেও আলু ক্ষেতে রোগবালাই ও বাজার দর কমে যাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় চাষীরা।

আরও পড়ুন

সাপামারা ইউনিয়নের মেরী গ্রামের আলু চাষী বাবলু মিয়া বলেন, গত বছর ৪ বিঘায় আলু আবাদ করেছিলাম। বাজারে  আলুর ভালো দাম পেয়েছি।  এই আশায় এবারও ৯ বিঘা জমিতে আলুর  চাষ করেছি। আগাম লাগানো আলু উত্তোলন করে শুরুতেই ভাল দামও পেয়েছি। কিন্তু হঠাৎ দাম পড়ে যাওয়ায় লাভের পরিমাণ কমে যাবে।

গোলাপবাগ হাটে আসা ঢাকার পাইকারি ক্রেতা তছলিম উদ্দীন বলেন ইতিমধ্যে বাজারে আগাম আলু সরবরাহ বেড়েছে। পাইকারি বাজারে প্রকার ও জাত ভেদে প্রতিমণ আলু বিক্রি হচ্ছে ৮শ’ থেকে ৮শ ৫০ টাকা দরে। আলু সরবরাহ বাড়ায় দাম কমেছে বলে।

তবে বর্তমান বাজার দরেও কৃষকরা মোটেও ক্ষতির শিকার হবে না। গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান বলেন আগাম আলু চাষে কৃষক সুষম মাত্রায় সার ব্যবহারসহ শীত ও ঘন কুয়াশায় আলু আবাদে কৃষকরা যাতে ক্ষতির শিকার না হয় তার জন্য মাঠ পর্যায়ে উপসহকারি কৃষি কর্মকর্তারা সহযোগিতা ও প্রযুক্তিগত পরামর্শ দিয়ে আসছে। তবে উৎপাদন ব্যয় অনুযায়ী আলু যৌক্তিক বাজার মূল্য চাই এ অঞ্চলের আলু চাষীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রংপুরে শিবিরের মানববন্ধন

প্রথমবার উপস্থাপনায় প্রশংসিত মুক্তি, শুভ জন্মদিন

ওয়াহেদ ফকিরের মুক্তির দাবিতে বগুড়ায় সাংবাদিকদের বিক্ষোভ

টানা দুই দফা কমানোর পর আবারও বাড়ল স্বর্ণের দাম

দাম্মাম মাতালেন ইমরান, জেদ্দা মাতানোর অপেক্ষায়