ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে পরিবহন শ্রমিক নেতা আহত

বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে পরিবহন শ্রমিক নেতা আহত

নিউজ ডেস্ক: রাজধানীর বাড্ডা থানার আলাতুন্নেসা গলিতে দুর্বৃত্তের গুলিতে মো. জুয়েল খন্দকার (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

গুলিবিদ্ধ জুয়েল খন্দকারকে হাসপাতালে নিয়ে আসা রিপন জানান, আজ (শুক্রবার) সন্ধ্যার সময় বাড্ডা থানার আলাতুন্নেসা গলিতে দুর্বৃত্তরা জুয়েল খন্দকারের ডান পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

আরও পড়ুন

তিনি আরও জানান, জুয়েল খন্দকার বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বাড্ডা থেকে জুয়েল খন্দকার নামে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানিয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার শাহবাগে গণজমায়েতের ডাক

বগুড়ার সোনাতলায় আ’লীগ নেতা বাবা-ছেলে গ্রেফতার 

জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার

বগুড়া কাহালুর মুরইল ইউনিয়ন আ‘লীগের সা.সম্পাদক আল আমিন গ্রেফতার

প্রমত্তা করতোয়া এখন মরা খাল!

আ.লীগ নেত্রীর মেয়েকে জুলাইযোদ্ধা অন্তর্ভুক্তির প্রতিবাদ করায় কুপিয়ে জখম