বগুড়ার ধুনটে অশ্লীলতার প্রতিবাদ করায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় অকথ্য ভাষায় গালিগালাজের প্রতিবাদ করায় জেসমিন খাতুন (৩০) নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জেসমিন খাতুন উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চিথুলিয়া গ্রামের রনজু মিয়ার স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চিথুলিয়া গ্রামের রনজু মিয়ার সাথে প্রতিবেশী কাদেরের ছেলে নায়েব আলীর জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। পূর্ববিরোধের জের ধরে রনজু মিয়া ও তার পরিবারের লোকজনকে নায়েব আলী বিভিন্নভাবে হয়রানী করে আসছে। এ অবস্থায় গত ১৬ জানুয়ারি দুপুরে রনজু মিয়ার স্ত্রী জেসমিন বাড়ি থেকে ফসলের মাঠের দিকে যাচ্ছিলেন।
এসময় নায়েব আলী পূর্ব পরিকল্পনা অনুযায়ী গৃহবধূ জেসমিনের প্রতি অশ্লীলতা প্রকাশের পাশাপাশি গালিগালাজ করতে থাকেন। এসময় প্রতিবাদ করায় নায়েব আলী ক্ষুব্ধ হয়ে জেসমিনকে পিটিয়ে আহত করেন। স্বজনরা আহত জেসমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় রজনু মিয়া বাদি হয়ে নায়েব আলীসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুনধুনট থানার এএসআই মামুনর রশিদ বলেন, আজ শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে সরেজমিন এ অভিযোগের তদন্ত করে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে।
মন্তব্য করুন