ভিডিও বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

বিপাকে কঙ্গনা

অভিনেত্রী কঙ্গনা রানাউয়াত।

বিনোদন ডেস্ক : ‘ইমার্জেন্সি’ সিনেমা নিয়ে ফের বিপাকে অভিনেত্রী কঙ্গনা রানাউয়াত। সিনেমায় ইতিহাস বিকৃতির অভিযোগ এনেছে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (এসজিপিসি) নামে পাঞ্জাবের একটি সংগঠন। এমনকি পাঞ্জাবে এই ছবির ওপর নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়েছেন তারা।

রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে এই মর্মে চিঠিও লিখেছেন সংগঠনের সভাপতি। তাদের দাবি, এই ছবি পাঞ্জাবে মুক্তি পেলে মানুষের মধ্যে ক্ষোভ ও হিংসা ছড়াবে। ছবি মুক্তি পেলে তারাও তীব্র বিরোধিতা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

এদিকে ‘ইমার্জেন্সি’ নিয়ে বড় পদক্ষেপ নিয়েছেন পাঞ্জাবের প্রেক্ষাগৃহের মালিকরা। পাঞ্জাবের সরকারের পক্ষ থেকে ‘ইমার্জেন্সি’র ওপর কোনো নিষেধাজ্ঞা জারি না করা হলেও তারা এই ছবির প্রদর্শন বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। ছবির বিরুদ্ধে শিখ সম্প্রদায়ের মানুষকে অপমান করার অভিযোগও উঠেছে। তাই ছবি মুক্তি পেলেই পরিবেশ-পরিস্থিতি অস্থির হওয়ার আশঙ্কা করছেন এসজিপিসি।

আরও পড়ুন

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে লেখা চিঠিতে এসজিপিসি’র পক্ষ থেকে লেখা হয়েছে, পাঞ্জাবে ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ করার দাবি জানানো হচ্ছে। যদিও দুঃখজনকভাবে আপনার সরকার কোনো পদক্ষেপ করেনি এই বিষয়ে। এই ছবি মুক্তি পেলে শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ তৈরি হবে, যা খুবই স্বাভাবিক। উল্লেখ্য, ‘ইমার্জেন্সি’-তে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল

আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত 

নওগাঁর রাণীনগরের কুজাইলহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু

২১টি পদে ৮২ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ শিশু একাডেমি

এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেছেন সিরিয়ার নতুন নেতা

বিএসইসির সদ্য সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেফতার