ভিডিও বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

দাম বেশি, ক্রেতা নেই ইলিশের

দাম বেশি, ক্রেতা নেই ইলিশের

চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বছরজুড়ে ইলিশের চাহিদা রয়েছে। তবে গত ২-৩ বছর ধরে পদ্মা-মেঘনায় জেলেদের জালে কম ধরা পড়ছে ইলিশ। যে কারণে দাম বেড়েছে দ্বিগুণ। তবে মিলছে না ক্রেতার। চাঁদপুর মাছঘাটে কিছুটা ইলিশ সরবরাহ থাকলেও ক্রেতাদের সাড়া পাচ্ছেন না ব্যবসায়ীরা। আজ রোববার (১৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুরের সর্ববৃহৎ বড়স্টেশন মাছঘাটে এমন দৃশ্য দেখা গেছে। ইলিশ নিয়ে বসে অলস সময় পার করছেন মৎস্য ব্যবসায়ীরা। ইলিশের দাম বেড়ে যাওয়ায় ক্রেতা সমাগম কমেছে এই আড়তে।

ইলিশ কিনতে এসেছিলেন মাজহারুল ইসলাম অনিক। তিনি বলেন, ‘বেশ কয়েকজন মিলে বড়স্টেশন মাছঘাটে ইলিশ কিনতে এসেছি। তবে দাম শুনে কেনার আগ্রহ কমে গেছে। যেখানে ১০-১২টি ইলিশ কেনার কথা, সেখানে ৫-৬টি ইলিশ কিনতে হয়েছে।’

বড়স্টেশন মাছঘাটের ইলিশ ব্যবসায়ী মনছুর হোসেন বলেন, ‘মূলত এখন ইলিশের মৌসুম না। এছাড়া পুরো সিজনে ইলিশের আকাল (ঘাটতি) ছিল। যে কারণে দাম আর কমেনি। এক মাসেরও বেশি সময় ধরে ঘাটে ক্রেতা কমেছে। ইলিশ নিয়ে বসে থাকলেও ক্রেতাদের সাড়া পাওয়া যায় না। ইলিশ থাকলেও ক্রেতা নেই বললেই চলে।’

আরও পড়ুন

আরেক ব্যবসায়ী রাজু আহমেদ বলেন, ইলিশ খুবই কম। দাম কমার আর সম্ভাবনা নেই। সারাদিনে ২০-৩০ কেজি মাছও বিক্রি হয় না। এখন এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০-২৭০০ টাকায়। আর ৫০০-৭০০ গ্রামের ইলিশ ১২০০-১৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ বিষয়ে জানতে জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসানকে একাধিকবার ফোন করা হরেও তিনি রিসিভ করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল

আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত 

নওগাঁর রাণীনগরের কুজাইলহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু

২১টি পদে ৮২ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ শিশু একাডেমি

এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেছেন সিরিয়ার নতুন নেতা

বিএসইসির সদ্য সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেফতার