ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

ময়মনসিংহে ডিসি অফিস-সিটি করপোরেশন ঘেরাও অটোরিকশা চালকদের

ময়মনসিংহে ডিসি অফিস-সিটি করপোরেশন ঘেরাও অটোরিকশা চালকদের

ময়মনসিংহ সিটি করপোরেশন নগরীতে সম্প্রতি অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সব রুটে অটোরিকশা চলাচলে অনুমতির দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চালকরা।

 

আজ রোববার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচি শেষে সিটি করপোরেশনের সামনের সড়ক অবরোধ করে প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ করেন অটোচালকরা।

 

নগরীতে যানজট নিয়ন্ত্রণে ৬টি রুটে ইজিবাইক চলাচলে নির্দেশনা দেয় সিটি করপোরেশন। রোববার সকাল থেকে নির্দেশনার কারণে জিলা স্কুল মোড় থেকে নতুনবাজার হয়ে গাঙ্গিনারপাড়, সি কে ঘোষ রোড, দুর্গাবাড়ি রোড এবং স্বদেশী বাজারে ইজিবাইক চলাচল না করায় স্বস্তি প্রকাশ করেন সাধারণ মানুষ। তারা বলেন, সিটি করপোরেশনের এমন সিদ্ধান্তে নগরীতে যানজট কমে আসায় কাজের গতি বেড়েছে। এটি অব্যাহত থাকলে মানুষের দুর্ভোগ অনেকাংশেই কমে যাবে।

 

আরও পড়ুন

অপরদিকে ইজিবাইক চালকরা বলছেন, অটোপ্রতি ৮ হাজার টাকা খরচ করে তারা লাইসেন্স করার পরেও প্রশাসনের এমন সিদ্ধান্তে যাত্রী পাচ্ছেন না তারা। এতে প্রায় ৮ হাজার ইজিবাইক চালকের পথে বসার উপক্রম হয়েছে। তাই দ্রুত এমন সিদ্ধান্ত তারা প্রত্যাহারের দাবি জানান।

 

কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, যানজট নিয়ন্ত্রণে নগরীর কয়েকটি রুটে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় চালকরা আন্দোলন করেছেন। তারা জেলা প্রশাসক ও সিটি করপোরেশন ঘেরাও করে। সেখানে শৃঙ্খলা ফেরানোর জন্য পুলিশ কাজ করেছে।

 

ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজীদ জানান, ইজিবাইক চালকরা স্মারকলিপি দিয়েছেন। যেহেতু বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের সমন্বয়ে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়েছিল সেহেতু সেটি পুনর্বিবেচনা করতে আলোচনার প্রয়োজন আছে। আলোচনাসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে আলুতে স্বস্তি থাকলেও দাম বেড়েছে মুরগির

কুমিল্লায় ভূমি অফিসের সহকারী কর্মকর্তা ও অফিস সহায়ককে বরখাস্ত

ভারত-পাকিস্তান সংঘাত: ৩ গন্তব্যে ফ্লাইটের সময় এগিয়ে আনল বিমান

গাইবান্ধায় এডভোকেট ফারুক আহমেদ প্রিন্স গ্রেফতার

নওগাঁর রাণীনগরে মারপিট করে মোটরসাইকেল ছিনতাই

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হবিগঞ্জে সড়ক অবরোধ