ভিডিও বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করতেই জিয়াউর রহমানের জন্ম : মোনায়েম মুন্না

দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করতেই জিয়াউর রহমানের জন্ম : মোনায়েম মুন্না। ছবি : দৈনিক করতোয়া

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। যিনি একজন সৎ ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন।

যিনি পাকিস্তান সরকারের একজন মেজর হয়েও নিজের পরিবারের কথা, স্ত্রী-ছেলেদের কথা বাদ দিয়ে, নিজের জীবনের মায়া ত্যাগ করে, একজন সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। যিনি তার বলিষ্ঠ ভূমিকায় এবং সাহসিকতার পরিচয় দিয়ে দেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন।

আওয়ামী লীগ সরকার ৭০ এর দশকে যখন বাকশাল কায়েম করতে চেয়েছিল তখন তিনি দেশের রাষ্ট্রক্ষমতায় এসে দেশ থেকে বাকশাল রাজত্ব দূর করেছিলেন এবং দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। তাই দেশের রাজনীতির জন্য বগুড়া একটি প্রাণকেন্দ্র, বিএনপি’র রাজনীতির কেন্দ্রবিন্দু হলো বগুড়া।

শহীদ রাষ্ট্রপতি তার কর্মগুণে দেশের সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। তাইতো গত ফ্যাসিবাদি সরকার হাজারও মামলা-হামলা এবং নির্যাতন চালিয়ে বিএনপিকে দমাতে পারেনি। বরং দেশের মানুষ ক্ষিপ্ত হয়ে তাদেরকেই দেশ থেকে বিতাড়িত করেছেন। জিয়াউর রহমান দেশের কৃষকদের ভালোবাসতেন, তাইতো তিনি ধান গবেষণা এবং দেশে বিভিন্ন ধরনের পোশাক এবং শিল্প কারখানা গড়ে তুলেছিলেন এবং দেশের উন্নয়নের রূপকারে পরিণত হয়েছেন।

আরও পড়ুন

আজ রোববার (১৯ জানুয়ারি) দুপুরে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বগুড়া সারিয়াকান্দি সদর ইউনিয়নের চরবাটিয়া গ্রামে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সিনিয়র নেতা আতাউর রহমান সম্ভু, রেজাউল করিম লাবু, এনামুল হক সুমন, রাশেদুল ইসলাম রাশেদ, মিনহাজুল ইসলাম, হারুনুর রশিদ সুজন, সারিয়াকান্দি পৌর বিএনপি’র সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা যুবদলের আহ্বায়ক মুহিদুল ইসলাম মুন্সি, যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর জেলার ভূমি অফিসগুলোতে সেবাগ্রহীতারা দুর্ভোগের শিকার

ডিসি-ইউএনওদের পদবি পরিবর্তনের সুপারিশ

সাবেক মন্ত্রী ইমরানকে কারাগারে পাঠানোর নির্দেশ

৫০০’শত পর্বের পথে তাদের ‘গোলমাল’ একই ধারাবাহিকে তানভীর, ইমতু ও নাদিয়া

গাজা থেকে ফিলিস্তিনিদের বহিষ্কার অগ্রহণযোগ্য হবে : জার্মান পররাষ্ট্রমন্ত্রী

নওগাঁয় ১ লাখ ৯৩ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ