ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

হত্যা মামলার আসামি জামিনে বেরিয়ে কোপালেন সাক্ষীদেরকে 

হত্যা মামলার আসামি জামিনে বেরিয়ে কোপালেন সাক্ষীদেরকে  , ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক: সাভারে হত্যা মামলার সাক্ষ্য দেওয়ায় জামিনে বেরিয়ে চার সাক্ষীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রধান আসামির বিরুদ্ধে।রোববার (১৯ জানুয়ারি) রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর যাদুরচর এলাকার পশ্চিম পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন- আহম্মেদ সানি (২৯), মো. ফারুক (৪৭), মো. দেলোয়ার হোসেন (৪৫) ও মো. শাহীন মাহমুদ (৩৭)।

ভুক্তভোগীদের অভিযোগ, ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে প্রকাশ্যে খুন হন ব্যবসায়ী সাহাবুদ্দিন। সেই মামলায় আদালতে সাক্ষ্য প্রদান করেন আহমেদ সানি, সেলিনা, দেলোয়ার, শাহিন। সম্প্রতি ওই মামলার প্রধান আসামি ফয়সাল জামিনে বের হয়ে তাদের ওপর চড়াও হন। তারই জেরে রাতে ফয়সালসহ ১০-১২ জন দেশীয় অস্ত্রধারী মামলার সাক্ষীদের এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।আহত সানির মা সেলিনা আহম্মেদ বলেন, সাহাবুদ্দিন হত্যা মামলার প্রধান আসামি রকিবুল ইসলাম ফয়সাল লোকজন নিয়ে আমার ছেলের ওপর হামলা করে। এসময় আমার ভাই ফারুক, দেলোয়ার ও শাহীন এবং ভাতিজা আবিদ হাসান সিয়াম এগিয়ে এলে তাদেরকেও ফয়সাল ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এতে একজনের মাথা থেকে কান ও আরেকজনের হাতের আঙুল বিছিন্নসহ সবাই রক্তাক্ত হয়।

আরও পড়ুন

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানা পুলিশের দুইটি টিম ও ট্যানারি ফাঁড়ির একটি টিম এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম অভিযুক্তদের আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে।এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতেই আওয়ামী লীগের বিষয়ে ফায়সালা: নাহিদ ইসলাম

 ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা

বগুড়ার শেরপুরে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার তিনজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে টাক্টর-ট্রলির সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত  

দিনাজপুরের নবাবগঞ্জে বোরো ধান কাটা শুরু ব্যস্ততা বেড়েছে গৃহিণীদের

চাঁপাইনবাবগঞ্জে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার