নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ দুই দিন পর উদ্ধার
নিউজ ডেস্ক: যশোরের চৌগাছায় নিখোঁজের দুই দিন পর পৌর এলাকার বেড়বাড়ি বুড়িভৈরব নদ থেকে সোহানুর রহমান রকি ওরফে সোহাগ হোসেন রকি (২২) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৯ জানুয়ারি) রাত ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। সোহাগ হোসেন রকি উপজেলার পুড়াহুদা গ্রামের কৃষক লিয়াকত হোসেনের ছেলে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যৌথ বাহিনী তিন জনকে আটক করে। পরে মামলা হলে আটককৃতদের সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।
আরও পড়ুনচৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ঘটনার বলেন, ‘‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিন জনই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা অটোরিকশা ছিনতাই করতেই সোহাগকে শ্বাসরোধে হত্যা করেন।’’
মন্তব্য করুন