ভিডিও সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

নওগাঁয় নেটিং পদ্ধতিতে বেগুন চাষ

নওগাঁয় নেটিং পদ্ধতিতে বেগুন চাষ। ছবি : দৈনিক করতোয়া

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় নেটিং পদ্ধতিতে বেগুন চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। নতুন এ পদ্ধতি জেলায় ব্যাপক সাড়া ফেলেছে। এর ফলে পাখির আক্রমণের পাশাপাশি বেগুনের ক্ষেতে কীটনাশক প্রয়োগ করতে হয় কম। একটু খরচ বেশি হলেও লাভ বেশি হওয়ায় কৃষকরা নেটিং পদ্ধতিতে বেগুন চাষে আগ্রহ প্রকাশ করেছেন। আর কৃষি বিভাগ কৃষকদের সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

নওগাঁর বদলগাছীর বালুভরা গ্রামের কৃষক সুলতান আহম্মেদ। বাড়ির পাশে এক বিঘা জমিতে নেটিং পদ্ধতিতে বেগুন চাষ করেছেন। নতুন এ পদ্ধতিতে জমির চারপাশ ও ওপরে নেট দিয়ে ঘিরে দিয়েছেন। নেটের ভেতরে রয়েছে সারি সারি বেগুন গাছ। ঝুলে থাকা বেগুনের পাশাপাশি বেগুনের ফুলও ধরেছে অনেক।

আগে বেগুন ক্ষেতে প্রতিদিন কীটনাশক প্রয়োগ করতে হলেও এখন অনেকটা কম প্রয়োগ করতে হয়। আগে যেখানে পাখিরা বেগুন নষ্ট করতো এখন নতুন এ পদ্ধতি ব্যবহার করায় ফসল নষ্ট হয় না। বেগুন চাষি সুলতান আহম্মেদ বলেন, বেগুনের গাছে নেটিং করার মূল কারণ বুলবুলি পাখি। এ পাখি বেগুনের ঘোর শক্র। বুলবুলি পাখি বেগুন ধরামাত্র নষ্ট করে ফেলে। বড় হতে দেয় না।

আরও পড়ুন

অনেক লোকসান গুনতে হতো। এখন নেটিং করায় যেমন পাখির আক্রমণ থেকে ফসলকে রক্ষা হচ্ছে, তেমনি ফলন বেশ। এছাড়া কীটনাশকের ব্যবহারও কম। এক কথায় সবদিকে ভালো। জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, বেগুনের শক্র বুলবুলি পাখি। এ পাখির হাত থেকে রক্ষা পেতে কৃষকরা আধুনিক নেটিং পদ্ধতি ব্যবহার করে বেশ লাভবান হচ্ছেন।

আর আমরাও কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সহযোগিতা করছি। চলতি বছর জেলায় ৯ হাজার ৫শ’ হেক্টর জমিতে বেগুনের চাষ করা হয়েছে। আর এ আধুনিক পদ্ধতি ব্যবহার করায় ফলন ভালো পাওয়া যাবে এমনটা প্রত্যাশা সকলের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডোনাল্ড ট্রাম্পকে ড. ইউনূসের শুভেচ্ছা

পল্লবীতে ‘ব্লেড বাবুকে’ কুপিয়ে হত্যা

চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, দুইজনের জেল

মেয়াদ বাড়ল ৬ সংস্কার কমিশনের

সাতক্ষীরায় ছিনতাইয়ের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার দুই

এবার ওয়েব সিরিজে ওমর সানী