ভিডিও বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

‘আমার ব্যক্তিগত কোনো জীবন নেই’

‘আমার ব্যক্তিগত কোনো জীবন নেই’, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত আইটেম কন্যা নোরা ফাতেহি। নাচে পারফর্ম করতে ভালো লাগে, নিজেই জানিয়েছিলেন এমন কথা। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করারও ইচ্ছা প্রকাশ করেন তিনি। যদিও তাকে যোগ্য মূল্যায়ন বা সুযোগ দেওয়া হয়নি বলে একাধিক সাক্ষাৎকারে আক্ষেপ করেন তিনি।

নতুন খবর দিলেন নোরা। জানা গেছে, বলিউড পেরিয়ে হলিউডে যাচ্ছেন অভিনেত্রী। সেখানে এক মিউজিক অ্যালবামের কাজ করার ইচ্ছা ছিল। এরই মধ্যে গুঞ্জন ওঠে, চিরতরে অভিনয় ছাড়তে চলেছেন নোরা, সেইসঙ্গে বলিউডও ছাড়তে চলেছেন তিনি! তবে বিষয়টি নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি। অভিনয়কে দূরে সরিয়ে গানের জগতে নিয়মিত হওয়ার ইঙ্গিত দিয়েছেন নোরা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা বলেন, ‘আমার ব্যক্তিগত কোনো জীবন নেই। আপনি যদি মনে করেন আমি অন্য কারো জন্য নিজের জায়গা ছেড়ে দেব তাহলে আপনি ভুল, এটা ভাবা হাস্যকর। আমি এখানেও থাকব, ওখানেও থাকব, সর্বত্র থাকব আমি। যেমন সিনেমায় অভিনয় করেছি ঠিক তেমনি সংগীত জগতেও কাজ করব।’ তিনি আরও বলেন, ‘আমার মোট তিনটি জগৎ রয়েছে। আমি যেহেতু কানাডায় জন্ম নিয়েছি, তাই সেটি আমার প্রথম জগৎ। মরক্কোয় আমি বহুদিন ছিলাম তাই সেখানে আমার অস্তিত্ব লুকিয়ে রয়েছে। সবশেষে ভারত এমন একটি দেশ যেখানে আমি আমার পরিচয় গঠন করতে পেরেছি, তাই এই দেশের সঙ্গেও আমার ভালোবাসা অপরিসীম।’ আমেরিকান গায়ক জেসন ডেরুলোর সঙ্গে ‘স্নেক’ নামের একটি মিউজিক অ্যালবামে অভিনয় করেছেন নোরা ফাতেহি। ডেরুলোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘আমি প্রথম প্রথম ভীষণ লজ্জা পেতাম। আমি নিজেই প্রথমে গানটি রেকর্ড করেছিলাম। প্রথমে তার সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি আমার। তবে যখন একসঙ্গে ভিডিওতে কাজ করেছি, তখন অনেক গল্প হয়েছে।’

আরও পড়ুন

উল্লেখ্য, নোরা ফাতেহি নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি 'হৃদয়ে ভারতীয়' বলে নিজেকে অভিহিত করে থাকেন।

রোয়ার : টাইগার্স অব দ্য সুন্দরবনস চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার বলিউডে অভিষেক ঘটেছিল। তিনি তেলুগু চলচ্চিত্র টেম্পার, বাহুবলী: দ্য বিগিনিং ও কিক ২ চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করে জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৫ সালে তিনি বিগ বস- এ প্রতিযোগী ছিলেন এবং ৮৪তম দিনে তিনি প্রতিযোগিতা থেকে বিদায় নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর অঞ্চলে গরু দিয়ে হালচাষের চিত্র আর নেই 

সারিয়াকান্দিতে নৌবন্দর বাস্তবায়ন করার কাজ চলছে – ডিসি বগুড়া

ট্রাম্পের প্রত্যাবর্তন স্বস্তির হোক

দিনাজপুরের বিরামপুরে ১২টি স্বর্ণের বার উদ্ধার

রংপুরের পীরগঞ্জে মাচায় টমেটো চাষ করে সফলতার স্বপ্ন বুনছেন কৃষক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত