ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

রংপুর অঞ্চলে গরু দিয়ে হালচাষের চিত্র আর নেই 

রংপুর অঞ্চলে গরু দিয়ে হালচাষের চিত্র আর নেই 

রংপুর জেলা প্রতিনিধি : হারিয়ে যাচ্ছে এক সময়ের ঐতিহ্যবাহী গরু দিয়ে হাল চাষের সেই চিত্র। গ্রামের ঐতিহ্য এখন আর নেই। কৃষকের ঘরে গরু থাকলেও আর হাল চাষে তেমনটা ব্যবহার করা হচ্ছে না। এক সময় গ্রামবাংলার স্বাভাবিক চিত্র ছিল গরু দিয়ে হাল চাষ।

আধুনিকতার ছোঁয়ায় এখন বিলুপ্তির পথে এই পদ্ধতি। হালচাষের পরিবর্তে এখন ট্রাক্টর অথবা পাওয়ার টিলার দিয়ে অল্প সময়ে জমি চাষ করা হয়। অথচ দুই যুগ আগেও নিজের সামান্য জমির পাশাপাশি অন্যের জমিতে হালচাষ করে সংসারের ব্যয়ভার বহন করত দরিদ্র মানুষ। কাক ডাকা ভোরে কৃষক গরু, মহিষ, লাঙল, জোয়াল নিয়ে বেরিয়ে পড়ছেন।

এ দৃশ্য এখন আর চোখে পড়ে না। জমি চাষের প্রয়োজন হলেই অল্প সময়ের মধ্যেই পাওয়ার টিলার চলে আসছে। শহর-বন্দর নগর সবস্থানেই আধুনিকতার ছোঁয়া। কৃষি সেক্টরও এর থেকে পিছিয়ে নেই। যান্ত্রিকতা এবং আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে লাঙল ও গরু দিয়ে হাল চাষ।

পীরগাছার ইটাকুমারী ইউনিয়নের চাষি রতন বলেন, গরুর হাল ও লাঙল দিয়ে প্রতি বিঘা জমি ৬শ’/৭শ’ টাকা পাওয়া যায়। বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতে তিনি গরু দিয়ে হাল চাষ করছেন। এমন একটা সময় ছিল গরু ছাড়া হাল চাষের  কথা চিন্তাই করা যেত না।

আরও পড়ুন

এখন গরুর দাম বেশি এবং ট্রাক্টর যন্ত্রের সাহায্যে চাষ করায় সময় ও খরচ কম হওয়ায় কৃষকরা এখন আর গরু দিয়ে জমি চাষ করেন না। তবে এতিহ্য হিসেবে কেউ কেউ ধরে রেখেছেন গরু দিয়ে জমি চাষের বিষয়টি। আবার অনেকে হাল এবং মই পুরনো দিনের স্মৃতি হিসেবে বাড়ির আঙিনায় রেখে দিয়েছেন।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মন্ডল জানান, গরু-মহিষ দিয়ে জমিতে হালচাষ পদ্ধতি পরিবেশবান্ধব। তবে সময়ের সাথে পাল্লা দিয়ে নতুন নতুন প্রযুক্তি নিয়ে এগিয়ে চলছে দেশের কৃষিনির্ভর অর্থনীতি। কৃষিকে যুগোপযোগী ও লাভজনক করতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করতে হবে। রংপুর কৃষি প্রধান হলেও এখন আর আগের মতো হাল চাষ পদ্ধতি চোখে পড়ে না। দুই একজন হাল চাষ করে জমিতে শস্য ফলাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিভারপুলকে তাদের মাঠে জিততে দেয়নি আর্সেনাল

একাত্তরে গণহত্যায় সহযোগিতার অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র

আজ আলোচনায় বসছে ভারত-পাকিস্তান

আ’লীগ নিষিদ্ধের আড়ালে দেশে নাটকীয়তা চলছে : মির্জা আব্বাস

আলুঘাটির প্রেমে পড়ে ঢাকায় ফুডকার্ট দিলেন ঝিনাইদহের যুবক | Traditional Food Alu Ghati

আমি সাকিব আল হাসানকে বল করতে চাই: রবিন মিয়া | Neymar Friend Robin Mia | Neymar | Daily Karatoa