বেলুচিস্তানে যাত্রীবাহী বাসে হামলায় হতাহত অন্তত ১০
_original_1752679346.jpg)
পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের কালাত এলাকায় একটি যাত্রীবাহী বাসে গুলি চালিয়ে অন্তত তিন যাত্রীকে হত্যা করেছের বিচ্ছিন্নতাবাদীরা। এছাড়া এই হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে সাতজন। বুধবার বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের মুখপাত্র শহিদ রিন্দ এই তথ্য জানিয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
এক বিবৃতিতে ওই মুখপাত্র বলেছেন, করাচি থেকে কোয়েটাগামী একটি যাত্রীবাহী কোচে গুলির ঘটনায় তিনজন যাত্রী নিহত ও সাতজন আহত হয়েছেন। প্রদেশের কালাতের নেমারঘ এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে।
তিনি বলেন, আহতদের উদ্ধারের পর কালাত জেলার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। ওই হাসপাতালে বর্তমানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
শহিদ বলেন, দেশের নিরাপত্তা সংস্থা, জেলা প্রশাসন এবং উদ্ধারকারী বিভিন্ন দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। হামলাকারীদের ধরতে বর্তমানে ওই এলাকায় তল্লাশি চলছে।
দেশটির সংবাদমাধ্যম বলেন, মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এই হামলার ঘটনা গুরুত্ব দিয়ে দেখছেন। মুখ্যমন্ত্রী পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে এই হামলার বিষয়ে প্রতিবেদন চেয়েছেন।
আরও পড়ুনমুখপাত্র শহিদ বলেন, প্রাথমিকভাবে সন্ত্রাসীরা লুকিয়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। তারা বাস থামিয়ে উভয় দিক থেকে হামলা চালান। তবে এই হামলায় কতজন অংশ নিয়েছেন তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতি দিয়েছেন। এতে হতাহতদের প্রতি শোক ও গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, বেলুচিস্তানের সন্ত্রাসীরা নিরীহ যাত্রীদের লক্ষ্য করে কাপুরুষোচিত হামলা চালিয়েছে।
তিনি বলেন, নিরীহ যাত্রীদের নিশানা করা অত্যন্ত কাপুরুষোচিত কাজ। তারা দুর্বল লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে দেশের শান্তি বিনষ্টের জন্য ঘৃণ্য ষড়যন্ত্র করছে। দেশবাসীর সমর্থনে ভারত-সমর্থিত এই সন্ত্রাসীদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া হবে।
মন্তব্য করুন