ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় বউ-শাশুড়ীকে জবাই করে খুন

বগুড়ায় বউ-শাশুড়ীকে জবাই করে খুন, ছবি: দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরতলীর ইসলামপুর হরিগাড়ী পশ্চিমপাড়া এলাকায় দুই নারীকে গলা কেটে হত্যা এবং অপর এক যুবতীকে ছুরিকাঘাত করা হয়েছে। ১৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-লাইলি খাতুন (৭০) ও তার ছেলের বউ হাবিবা বেগম (২২)। এসময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে লাইলির ১৬ বছর বয়সের মেয়ে বন্যা আক্তার। লাইলি খাতুন সদরের হরিখালী ইসলামপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী। তবে কেন এই হত্যাকান্ড, কারা জড়িত সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির এই হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্ববিরোধের সূত্র ধরে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে মনে করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।  

আরও পড়ুন

স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত অস্ত্র নিয়ে লাইলির বাড়িতে প্রবেশ করে। তারা ঘরে ঢুকে প্রথমে লাইলিকে গলা কেটে হত্যা করে। এরপর তার ছেলে পারভেজ আলমের স্ত্রী হাবিবাকেও গলা কেটে হত্যা করে। এসময় সেখানে থাকা লাইলির মেয়ে বন্যাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়, এতে সে গুরুতর আহত হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর প্রতিবেশীরা থানায় খবর দেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী সার্কিট হাউসের আরও ভবন নির্মাণ করতে ৫২টি গাছ কাটা হচ্ছে

লালমনিরহাটের সীমান্তে ঘাস কাটতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

৪ দফা দাবিতে বগুড়া পলিটেকনিক‘র শিক্ষার্থীদের বেতগাড়িতে ব্লকেড

উত্তরা ইপিজেডের শ্রমিক গ্রেফতার নিয়ে উত্তেজনা, ডিসি-এসপি অফিস ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে পলাতক ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার